কলকাতা: পশ্চিমবঙ্গ সিপিএমের (CPIM West Bengal) ফেসবুক চ্যানেলে শনিবার সন্ধ্যায় একটি পোস্ট করা হয়েছে। তাতে লেখা ছিল'এভাবেও ফিরে আসা যায়'। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (WB EX CM Buddhadeb Bhattacharya) অন্যভাবে ফিরিয়ে আনল CPI(M)। শনিবার সন্ধ্যায় সিপিএম ওয়েস্ট বেঙ্গল নামে সিপিএমের ফেসবুক পেজ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ ও রাজ্য বাঁচানোর আহ্বান জানিয়েছেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরী করা হয়েছে ওই অডিও এবং ভিডিওটি।
আরও পড়ুন: Narendra Modi : এবার ভোটে কত আসন পাবে তৃণমূল ? নদিয়া থেকে ভবিষ্যৎবাণী মোদির
তাতে বুদ্ধবাবুকে জনগণের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, "নমস্কার কেমন আছেন সবাই? দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে আমাদের পক্ষে ভালো থাকা সত্য়িই খুব দুষ্কর। কী ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়। সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল তার কোনও ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। আমরা বলেছিলাম, শিল্প হবে। কৃষির উন্নতি হবে। শত শত ছেলেমেয়ের চাকরি হবে। ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি। দুর্নীতিগ্রস্ত বিজেপি। নোটবন্দি করল, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ। এখন ইলেকট্রোরাল বন্ডের মতো দুর্নীতি। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। ধুঁকছে অর্থনীতি। প্রতিদিন সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বিজেপি-আরএসএস। মনে রাখবেন তৃণমূলের আমলেই বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত। কে এই নরেন্দ্র মোদি? কে এই মমতা বন্দ্যোপাধ্যায়? আমাদের দেশকে, আমাদের রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেন না। এই নির্বাচনে জয়ী করুন বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের। সামনে লড়াই। এ লড়াই লড়তে হবে। এ লড়াই জিততে হবে। ধন্যবাদ।"
আরও পড়ুন: Loksabha Election 2024: অমেঠিতে গান্ধী পরিবারের ঘনিষ্ঠকে টিকিট কংগ্রেসের, কে এই কে এল শর্মা ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।