কলকাতা: উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। ভবানীপুরে বিপুল ভোটে জয় লাভ করার পর এদিন তিনি বকেয়া কেন্দ্রের উপ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেন। তিনি জানান, শান্তিপুরে তৃণমূলের হয়ে লড়বেন ব্রজকিশোর গোস্বামী। উদয়ন গুহ লড়বেন দিনহাটা থেকে। খড়দা থেকে লড়বেন শোভনদেব চট্টোপাধ্যায়। 


দুর্গাপুজোর পর, রাজ্যের ৪ আসনে হতে চলেছে উপনির্বাচন। ৩০ অক্টোবর দিনহাটা, শান্তিপুর, খড়দা ও গোসাবায় হবে ভোট। ২ নভেম্বর ভোট গণনা। গত সপ্তাহে রাজ্যের বাকি বিধানসভা কেন্দ্রগুলিতেও উপ নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। উৎসবের মরশুমেই ৪টি কেন্দ্রে উপ নির্বাচন হবে।


আরও পড়ুন: Bhawanipur By-election 2021 Result : "কোনও ওয়ার্ডে এবার হারিনি", ভবানীপুরের মানুষকে ধন্যবাদ মমতার


বিধানসভা ভোটে, দুই দলীয় সাংসদকে প্রার্থী করেছিল বিজেপি। নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার দু’জনেই ভোটে জেতেন, কিন্তু সাংসদ পদ না ছেড়ে, বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। আর তাই তাঁদের ছেড়ে দেওয়া দুই বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হচ্ছে। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের ছেড়ে যাওয়া দিনহাটা আসনে ভোট হবে ৩০ অক্টোবর। আর রাণাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের পদত্যাগের ফলে শান্তিপুর আসনে উপ নির্বাচন হবে একইদিনে। এছাড়াও দু’ই ২৪ পরগনায়, দু’টি কেন্দ্রেও উপ নির্বাচন হবে। উত্তর ২৪ পরগনায় খড়দায় জয়ী হন তৃণমূল প্রার্থী কাজল সিনহা। কিন্তু, ভোটের ফল ঘোষণার আগেই তাঁর মৃত্যু হয়। তাই খড়দা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে ৩০ অক্টোবর। অন্যদিকে ভোটে জয়ী হওয়ার পর মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের। গোসাবা কেন্দ্রেও উপ নির্বাচন হবে ওই ৩০ অক্টোবরই।


উল্লেখ্য, ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূলনেত্রী। ৫৮,৮৩২ ভোটে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় হয়েছেন বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তৃতীয় সিপিএমের শ্রীজীব বিশ্বাস।


আরও পড়ুন: Bhawanipur By-election 2021 Result: ছাপিয়ে গেল ২০১১ সালের রেকর্ড, একুশের বিধানসভা ভোটের দ্বিগুণ ব্যবধানে জয় মমতার