বরানগর: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) ফলঘোষণা নিয়ে উত্তাল গোটা দেশ। দিল্লির মসনদে কি ফের নরেন্দ্র মোদি (Narendra Modi), নাকি I.N.D.I.A জোটের চমক, প্রশ্নের উত্তর খুঁজতে সকলের নজর লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে। তবে এদিন বিধানসভা উপনির্বাচনের ভোটগণনাও ছিল। সেখানে ছিল পশ্চিমবঙ্গের দুই আসনও। যার মধ্যে তারকা কেন্দ্র বরানগর (Baranagar Bye Election)। যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি তৃণমূল কংগ্রেস প্রার্থী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। ভগবানগোলাতেও তৃণমূলের জয়জয়কার।
বরানগরে লড়াইটা ছিল মূলত ত্রিমুখী। বিজেপি এখানে প্রার্থী করেছে কাউন্সিলর তথা এলাকার জনপ্রিয় নেতা সজল ঘোষকে (Sajal Ghosh)। তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। যিনি লোকসভা ভোটের টিকিট না পেয়ে অভিমানে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। পরে অবশ্য দলের শীর্ষ নেতৃত্ব তাঁর সঙ্গে কথা বলে, অভিমান ভাঙায়। তারপরই সায়ন্তিকাকে বরানগর উপনির্বাচনের প্রার্থী করা হয়েছে। এই কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য।
নির্বাচনের খবর সরাসরি দেখুন
মঙ্গলবার বিকেলেই ইঙ্গিত ছিল, রুদ্ধশ্বাস পরিণতি হতে পারে বরানগর কেন্দ্রে। শেষ পর্যন্ত ৮ হাজার ১৮ ভোটে জিতলেন অভিনেত্রী সায়ন্তিকা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা পেয়েছেন ৬৮ হাজার ৮৯৯ ভোট। যেখানে ৬০ হাজার ৮৮১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছেন সায়ন্তিকার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজল ঘোষ। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তিনি পেয়েছেন ২৬ হাজার ৫৬৭ ভোট।
এদিন বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা ছিল পশ্চিমবঙ্গের ভগবানগোলা কেন্দ্রেও। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেয়াত হোসেন সরকার ১৫৬১৭ ভোটে জয়ী হয়েছেন। ১ লক্ষ ৭ হাজার ৯৬ ভোট পেয়েছেন তিনি। ৯১৪৭৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে কংগ্রেসের অঞ্জু বেগম। তবে অনেক পিছিয়ে বিজেপির ভাস্কর সরকার। মাত্র ১৭ হাজার ২৮৮ ভোট পেয়েছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।