কলকাতা: বিধানসভা নির্বাচনে কোন দল জিতবে? তৃণমূলই কি ক্ষমতায় থাকবে? নাকি রাজ্যে ফের হবে রাজনৈতিক পালাবদল?


ইঙ্গিত পেতে জনমত সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। বিধানসভা ভোটে কোন দল কটি আসনে জিততে পারে, সেই প্রশ্ন করা হয়েছিল সাধারণ মানুষকে। এবিপি আনন্দ-সি ভোটারের সেই জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেস আসন্ন বিধানসভায় ১৫২ থেকে ১৬৮টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ১০৪ থেকে ১২০টি আসন। বাম, কংগ্রেস ও আইএসএফ জোট পেতে পারে ১৮ থেকে ২৬টি আসন। অন্যান্যরা পেতে পারে ০ থেকে ২টি আসন।


বাংলার বিধানসভায় মোট আসন ২৯৪টি। সরকার গড়তে প্রয়োজন ১৪৮টি আসন। সেই জন্য ১৪৮কে ম্যাজিক ফিগার ধরা হয়। সমীক্ষায় দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস হয়তো সেই ম্যাজিক ফিগার পার করতে পারে।


বিধানসভা ভোটে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে? তা নিয়েও সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। তাতে দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেস পেতে পারে ৪২ শতাংশ ভোট। ৩৭ শতাংশ ভোট পেতে পারে বিজেপি। বাম-কংগ্রেস ও আইএসএফ পেতে পারে ১৩ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ৮ শতাংশ ভোট।


বেকারত্ব নাকি সরকারি কাজে দুর্নীতি, বাংলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কী?


দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কী বলে মনে করে সাধারণ মানুষ, এ নিয়ে জনমত সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। এবিপি আনন্দ-সি ভোটারের সেই সমীক্ষায় দেখা গিয়েছে, ৩০ শতাংশ মানুষ মনে করেন বেকারত্ব এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ২১ শতাংশ মানুষ মনে করেন, বিদ্যুৎ, জল ও রাস্তা এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা বিশ্বে। পশ্চিমবঙ্গেও ফের বাড়ছে সংক্রমণ। সমীক্ষায় দেখা গিয়েছে, ১১ শতাংশ মানুষ মনে করেন, বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হল করোনা।


নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় করা হল রাজ্যের নিরাপত্তা উপদেষ্টাকে


সরকারি কাজে দুর্নীতি বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলে মনে করছেন ১৫ শতাংশ মানুষ। ৭ শতাংশ মানুষ মনে করেন, শিক্ষার সুযোগ সুবিধা বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ৮ শতাংশ মানুষ মনে করেন, সিএএ, এনআরসি ও এনপিআর বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। বাংলায় ভোটের প্রচারে এসে বিজেপির কেন্দ্রীয় নেতারা বারবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারী নিরাপত্তা নিয়ে তৃণমূল সরকারকে বিঁধছেন। পাশাপাশি অনুপ্রবেশকেও প্রচারের হাতিয়ার করা হচ্ছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ৬ শতাংশ মানুষের মতে আইনশৃঙ্খলা ও নারী নিরাপত্তা বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। বাংলাদেশি অনুপ্রবেশকে বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু মনে করেন ২ শতাংশ মানুষ।