কলকাতা: বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই অঙ্ক কষছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃণমূলের তুরুপের তাস। রাজ্যে নির্বাচনী দামামা বাজতে শুরু করার পরই সর্বস্তরে প্রশ্ন উঠেছিল, প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসা বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? কোনও কোনও মহল থেকে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বলা হচ্ছিল। যদিও রাজনীতি থেকে নিজেকে দূরেই রেখেছেন মহারাজ। সম্প্রতি ব্রিগেডে নরেন্দ্র মোদির সভায় গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই জোর জল্পনা, তিনিই কি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী!


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ, এ ব্যাপারে জনমত সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। এবিপি আনন্দ ও সি ভোটারের সেই সমীক্ষায় দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী হিসাবে মানুষের পছন্দ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ই। ৫৫ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রী হিসাবে মমতাকেই পছন্দ করছেন। ৩২ শতাংশ মানুষ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁদের পছন্দ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসে এক সময়ে মমতার ডানহাত হিসাবে পরিচিত মুকুল রায়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন ৭ শতাংশ মানুষ। আর সংযুক্ত মোর্চা বাংলার মসনদে এলে। কে হতে পারেন তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী?


বেকারত্ব নাকি সরকারি কাজে দুর্নীতি, বাংলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কী?


মাত্র ১ শতাংশ মানুষ বলছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁদের পছন্দ অধীররঞ্জন চৌধুরী। একইভাবে মাত্র ১ শতাংশ মানুষ বলছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁদের পছন্দ সংযুক্ত মোর্চার আর এক মুখ সুজন চক্রবর্তী। আর মিঠুন বা অন্য কেউ মুখ্যমন্ত্রীর দৌড়ে উঠে এলে। ৪ শতাংশ মানুষ বলছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁদের পছন্দ অন্য কেউ। 


সংযুক্ত মোর্চা বা মিম মুসলিম ভোট ভাগ করলে বিজেপির সুবিধা হবে?


দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কী বলে মনে করে সাধারণ মানুষ, এ নিয়ে জনমত সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। এবিপি আনন্দ-সি ভোটারের সেই সমীক্ষায় দেখা গিয়েছে, ৩০ শতাংশ মানুষ মনে করেন বেকারত্ব এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ২১ শতাংশ মানুষ মনে করেন, বিদ্যুৎ, জল ও রাস্তা এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা বিশ্বে। পশ্চিমবঙ্গেও ফের বাড়ছে সংক্রমণ। সমীক্ষায় দেখা গিয়েছে, ১১ শতাংশ মানুষ মনে করেন, বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হল করোনা।