কলকাতা: কলকাতা পুরসভার আট নম্বর বরো। এই বরোকে ‘নায়কের বরো’ বললে বোধহয় খুব একটা ভুল হবে না। এই আট নম্বর বরোর সত্তর নম্বর ওয়ার্ডে, বিশপ লেফ্রয় রোডে থাকতেন সত্যজিৎ রায়। আর বাহাত্তর নম্বর ওয়ার্ডে ছিল মহানায়ক উত্তম কুমারের ভিটে। নায়ক ছবির দুই স্তম্ভ। তবে আট নম্বর বরোর বাসিন্দা, খ্যাতনামাদের তালিকা তৈরি করতে বসলে, তাক লেগে যাবে! কলকাতার দুই স্বনামধন্য প্রাক্তন মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি এই বরোতে। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় থেকে জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের বাড়িও এখানে। আট নম্বর বরোয় এগারোটি ওয়ার্ড রয়েছে। এবছরের বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফলের নিরিখে, এর মধ্যে দশটিতে এগিয়ে ছিল তৃণমূল। একটিতে এগিয়ে ছিল বিজেপি (BJP)।


২০১৫-র কলকাতা পুরভোটে (KMC) এই বরোর ১১ ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছিল ৭টি। বিজেপি জিতেছিল তিনটিতে। বামেদের ঝুলিতে ছিল ১টি। খাতা খোলেনি কংগ্রেস ও অন্যান্যরা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ওয়ার্ডভিত্তিক ফলাফল অনুসারে তৃণমূল ১০ আসনেই এগিয়ে ছিল। ১টিতে এগিয়ে বিজেপি। সি ভোটার সমীক্ষার ইঙ্গিত অনুযায়ী,  এই ওয়ার্ডে তৃণমূলেরই রমরমা থাকতে পারে। জিততে পারে ৯টি ওয়ার্ডে। দুটি পেতে পারে বিজেপি। সি ভোটার সমীক্ষার ফল অনুযায়ী, এই বরোতে তৃণমূল ৪৭ শতাংশ, বিজেপি ২৮ শতাংশ, বাম ৮ শতাংশ, কংগ্রেস ৩ শতাংশ, অন্যান্য ১৪ শতাংশ ভোট পেতে পারে। 


উল্লেখ্য, সামনের রবিবারই কলকাতা পুরসভার ভোট। বিধানসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচনের পর আরেক হাই ভোল্টেজ ভোট-যুদ্ধ। তার আগে কলকাতার ভোটাররা কী ভাবছেন? সেই আভাস পেতে বরো ভিত্তিক সমীক্ষা চালিয়েছে সমীক্ষক সংস্থা সি ভোটার। 


আর মাত্র তিনটে দিন। তারপরই কলকাতা পুরসভার ভাগ্য নির্ধারণ করতে ভোটের লাইনে দাঁড়াবে শহরবাসী। তার আগে কলকাতার ভোটাররা কী ভাবছেন? তার আভাস পেতেই সমীক্ষা চালিয়েছে সমীক্ষক সংস্থা সি ভোটার। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ১৪ হাজার ৯৬ জন ভোটারের সঙ্গে কথা বলে সমীক্ষা করেছেন সমীক্ষকরা। CATI পদ্ধতির মাধ্যমে সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষার ক্ষেত্রে মার্জিন অফ এরর প্লাস মাইনাস তিন শতাংশ থেকে প্লাস মাইনাস পাঁচ শতাংশ।


আরও পড়ুন: C-Voter Opinion Poll: কলকাতা পুরভোটে ১৪ নম্বর বরোয় এবার কি লড়াই হাড্ডাহাড্ডি? কী ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়?