নারায়ণগড় : লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে চড়ছে রাজনৈতিক পারদ। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। আক্রমণ-পাল্টা আক্রমণে সরগরম রাজ্য রাজনীতি। এবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ল ফ্লেক্স। নারায়ণগড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কার্টুন দিয়ে ফ্লেক্স দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত জব কার্ড হোল্ডারদের নামে রয়েছে ওই ফ্লেক্স। তৃণমূল দাবি করেছে, জব কার্ড হোল্ডাররা টাকা পাননি বলে ফ্লেক্স দিয়েছেন।
এপ্রসঙ্গে পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, 'জব কার্ড হোল্ডাররা টাকা পাননি বলে তাঁরা এই ব্যঙ্গচিত্র প্রচার করেছেন। একসময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় জব কার্ড হোল্ডারদের বিরোধিতা করেছেন। আসলে সরকারের মাইনে নিয়ে দীর্ঘদিন ধরে বিচারের নামে প্রহসন করে উনি গরিব মানুষের কথা ভাবেননি। গরিব মানুষকে নিয়ে উনিই ব্যঙ্গ করেছেন সবথেকে বেশি। '
যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, 'এটা মত প্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে। এতে বাধা দেওয়ার কিছু নেই। আমি এরকম বলব না যে, অম্বিকেশ মহাপাত্রকে ব্যঙ্গচিত্রর জন্য যেরকম জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেরকম করা উচিত। গণতন্ত্রের ভাল-খারাপ সব নিয়েই চলতে হবে। '
গত ৭ মার্চ আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক আসনে তাঁকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। জোরকদমে চলছে প্রচার। প্রার্থী হওয়ার পর সম্প্রতি ভোট প্রচারে গিয়ে ধর্ম নিরপেক্ষতার বার্তা দেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। মহিষাদল রাজবাড়ির গোপাল জিইউ মন্দিরে পুজো দিয়ে যান দরগায়। চড়ান চাদরও। বিচারপতি থাকাকালীন দুর্নীতি নিয়ে কড়া রায় এবং পর্যবেক্ষণ দিয়েছেন। বিজেপি প্রার্থী হিসেবে প্রচারে নেমেও সেই দুর্নীতি অস্ত্রেই তৃণমূলকে বারবার বিদ্ধ করছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এই কেন্দ্রে তাঁর লড়াই তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং সিপিএম প্রার্থী সায়ন বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খালিনা বাজারে অবসরপ্রাপ্ত বিচারপতির কার্টুন দিয়ে টাঙানো হয়েছে ফ্লেক্স। নীচে লেখা হয়েছে, কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত জব কার্ড হোল্ডার। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে, ফ্লেক্সগুলিতে নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারীর কার্টুনও ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন ; 'হালকা মন খারাপ' নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে রুদ্রনীল !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে