Petrol Pumps India: দেশের মধ্যে বৈদ্যুতিন গাড়ির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর তাই বৈদ্যুতিন গাড়ি চার্জ দেওয়ার জন্য চার্জিং স্টেশনেরও চাহিদা বাড়ছে। দেশের বিভিন্ন জায়গায় ১০০টি চার্জিং স্টেশন তৈরি করার কথা জানিয়েছিল মারুতি সুজুকি। এবার দেশের পেট্রোল পাম্পগুলিতে ইভি চার্জার (EV Charging Station) বসানোর জন্য পরিকল্পনা করছে টাটা এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এই দুই সংস্থার মাঝে একটি চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষর হয়েছে।
পেট্রোল পাম্পেই বসবে বৈদ্যুতিন চার্জার
টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি এবং HPCL-এর এই চুক্তির মাধ্যমে সারা দেশে বৈদ্যুতিন গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর প্রচেষ্টা করা হবে। এই চুক্তির অধীনে প্রথম পর্যায়ে HPCL-এর ৫০০০ পেট্রোল পাম্পের মধ্যে ইলেকট্রিক চার্জার বসান হবে। এই কাজের প্রথম ধাপ সম্পূর্ণভাবে শেষ করা হবে এই বছরের শেষের দিকে।
টাটা ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের মধ্যে মৌ চুক্তি
টাটা এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে যার মাধ্যমে দেশজুড়ে পেট্রোল পাম্পেই বসান হবে ইভি চার্জার। পুরো ভারতে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ২১,৫০০টি পেট্রোল পাম্প আছে। আর এর মধ্যে ৫০০০টি পেট্রোল পাম্পে ইভি চার্জিং স্টেশন (EV Charging Station) বসানোর জন্য উদ্যোগ নিয়েছে দুই সংস্থা। ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যেই এই সমস্ত পেট্রোল পাম্পে ইভি চার্জার বসানর কাজ শেষ হয়ে যাবে বলেই জানা গিয়েছে।
দেশের রাস্তায় চলছে টাটার ইভি
ভারতে বৈদ্যুতিন গাড়ির দুনিয়ায় ৬৮ শতাংশ শেয়ার রয়েছে টাটার। এই সংস্থার ১.২ লক্ষ বৈদ্যুতিন গাড়ি চলে এখন ভারতের রাস্তায়। এখনও পর্যন্ত ভারতের বাজারে টাটা পাঞ্চ ইভি, টাটা টিয়াগো ইভি, টাটা টিগোর ইভি, টাটা নেক্সন ইভি এসেছে। বাজারে বিপুল বিক্রি এইসব গাড়ির। মূলত টাটা ইভির ক্রেতারা যাতে এই সমস্ত চার্জিং পয়েন্টগুলিতে চার্জ দিতে পারেন, সেই জন্যেই মূলত এই উদ্যোগ।
RFID কার্ডের মাধ্যমে লেনদেন
টাটা সম্প্রতি একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, এই দুই কোম্পানিই যৌথভাবে আর্থিক লেনদেনের জন্য একটি কো-ব্র্যান্ডেড RFID কার্ড তৈরি করেছে যাতে চার্জ দেওয়ার সময় (EV Charging Station) কোনও সমস্যা না হয় চার্জিং কস্ট দেওয়ার জন্য। হিন্দুস্তান পেট্রোলিয়ামের রিটেইল স্ট্র্যাটেজির জেনারেল ম্যানেজার দেবাশীষ চক্রবর্তী জানিয়েছেন, টাটা মোটরসের গাড়ির বর্ধিত চাহিদার সুযোগ নিতে চায় HPCL, আর এই পরিসরে ইভি চার্জিংয়ের ক্ষেত্রটিও বড় করতে চায় HPCL।
আরও পড়ুন: Thar 5 Door: বাজারে আসছে মহিন্দ্রা থারের এই নয়া অবতার, ফিচার্স দেখলে চমকে যাবেন
Car loan Information:
Calculate Car Loan EMI