উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে ফের শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ভাইয়ের খোঁজে সিবিআই (CBI)। 'নিখোঁজ' শেখ সিরাজের বাড়িতে নোটিস দিল সিবিআই। ইডির উপর হামলার ঘটনা ৩ মে তলব সিবিআইয়ের। এর আগে ইডির একাধিক নোটিসেও সাড়া দেননি শেখ সিরাজ। এর আগে শেখ শাহজাহান মার্কেটে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা দল।


ফের সন্দেশখালিতে গেল সিবিআই। জমি-দখলের অভিযোগের তথ্য অনুসন্ধানে আজ সরবেড়িয়া বাজারে শেখ শাহজাহান মার্কেটে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দাদের চারটি দল। ফারুক পাই নামে শেখ শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির অনুমান, ৫ জানুয়ারি ED-র ওপর হামলার সময় ওই ব্যবসায়ী ঘটনাস্থলে হাজির ছিলেন। কী ঘটেছিল, শেখ শাহজাহান ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীর ভূমিকাই বা কী ছিল, জানতে চায় সিবিআই। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি-ভেড়ি দখলের ভুরিভুরি অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। তা নিয়েও ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ন্যাজাট থানার রাজবাড়ি আউটপোস্টেও যায় সিবিআই।  


অপরদিকে, শেখ শাহজাহানের বেনামি সম্পত্তিতে নজর রয়েছে ইডির। বহিষকৃত তৃণমূল নেতার বেশ কয়েকজন আত্মীয় ও শাগরেদকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখে সিবিআই। সন্দেশখালির মামলায় সুপ্রিম কোর্টের  নির্দেশের পরদিনই তেড়েফুড়ে নামে কেন্দ্রীয় এজেন্সি। ফের সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখে সিবিআই। 


অন্যদিকে, শেখ শাহজাহানের বেনামি সম্পত্তি খুঁজে বের করতে তৎপর হয়েছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর,শাহজাহানের বেশ কয়েকটি বেনামি সম্পত্তির তালিকা তৈরি করা হয়েছে। অধিকাংশ সম্পত্তি নিজের নামে নয়, আত্মীয় ও শাগরেদদের নামে কেনা হয়েছিল। এমনই সাত জনকে চিহ্নিত করে আগামী ১০ দিনের মধ্যে তাদের তলব করেছে ইডি। সূত্রের খবর, ইতিমধ্যেই শেখ শাহজাহানের জামাইয়ের বয়ান রেকর্ড করা হয়েছে। 


আরও পড়ুন, যোগীর সভায় অংশ নিতেই BJP কর্মীদের বেধড়ক মার, সিউড়ির হাসপাতালে ভর্তি ৩


সন্দেশখালিতে জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ির তৈরি করার মতো ভুরি ভুরি অভিযোগ উঠেছে শেখ শাহজাহানদের বিরুদ্ধে। সূত্রের খবর, সেই টাকা দিয়েই বেনামি সম্পত্তি কেনা হয়েছিল বলে মনে করছে ইডি। ওইসব সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এমনটাই খবর সূত্রের। অন্যদিকে, এদিনই ফের সন্দেশখালিতে গেল সিবিআই। গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ শোনেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যেসব জমি, ভেড়ি দখলের অভিযোগ উঠেছে, সেই জায়গাও ঘুরে দেখেন সিবিআই অফিসাররা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।