কলকাতা : বিজেপিতে নতুন যোগদানকারী দুই প্রার্থীর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্র। বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দিয়ে সারা বাংলা তথা দেশকে চমকে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Y category security to Abhijit Gangopadhyay) । প্রত্যাশা মতোই তাঁকে শুভেন্দু-গড় তমলুক কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। এবার তাঁকে ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এরপর তিনি প্রচারে বেরোলেও কড়া নিরাপত্তা বেষ্টনী থাকবে তাঁকে ঘিরে।  দাবি করেছে সংবাদসংস্থা এএনআই।


বিজেপিতে যোগ দিতেই অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র নিশানা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বলেছেন, 'মুখোশ খুলে পড়েছেস্টুডেন্টরাই লড়াই করবে। যাদের চাকরি আপনারা খেয়েছেন।' পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। এরই মধ্যে আবার  তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ে ফ্লেক্স। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খালিনা বাজারে এই ফ্লেক্স টাঙানো ছিল।  নীচে লেখা, ছিল, কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত জব কার্ড হোল্ডার। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে, ফ্লেক্সগুলিতে নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারীর কার্টুনও ব্যবহার করা হয়েছিল। তৃণমূলের দাবি ছিল , জব কার্ড হোল্ডাররা টাকা পায়নি বলে এই ব্যঙ্গচিত্র প্রচার করেছে। এই আবহেই বাড়তি নিরাপত্তা পেলেন প্রাক্তন বিচারপতি। 


অন্যদিকে আবার ভোটের  আগেই ফুলবদল করেই বিশেষ নিরাপত্তা পেলেন আরেক প্রার্থী। ব্যারাকপুরের অর্জুন সিংকে বিজেপি প্রার্থী (x category security To  Arjun Singh) করেছে। তাঁকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে।  তিনি কেন্দ্রের তরফে পাবেন ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা । দাবি করেছে সংবাদসংস্থা এএনআই।


 





 


  ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তার থেকে জেড’ ক্যাটেগরির নিরাপত্তা বহরে বড়, তা তো বলাই বাহুল্য। এএনআই এর খবর অনুসারে, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির বেশি নিরাপত্তা দেওয়া হবে ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে। এই অর্জুনই পঞ্চায়েত ভোটের আগে বিজেপি থেকে তৃণমূলে ফিরেছিলেন। আবার লোকসভা ভোটের আগে ফিরে আসেন গেরুয়া শিবিরে। 


অন্যদিকে আবার কোচবিহারের বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন ও কোচবিহারের বিজেপির কার্যনিবাহী সদস্য তাপস দাসকে ‘এক্স’ ক্যাটেগরির নিরাপত্তা প্রদান হবে বলে দাবি করেছে এএনআই।