প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর হত্যাকারীদের মুক্তি দেওয়ার জন্য তামিলনাড়ু সরকারের প্রস্তাব ফিরিয়ে দিল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক জয়ললিতা সরকারকে জানিয়েছে, বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই কেন্দ্রের এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। গত দু’বছরে এ নিয়ে দ্বিতীয়বার এ ব্যাপারে রাজ্যের প্রস্তাব ফেরাল তারা। রাজীবের সাত হত্যাকারীর শাস্তির বিষয়টি তামিলনাড়ুতে রীতিমত স্পর্শকাতর রাজনৈতিক ইস্যু। আসন্ন বিধানসভা ভোটেও তামিল জাত্যাভিমানের তাস খেলে রাজনৈতিক দলগুলি সেখানে ভোটে লড়তে তৈরি। এবারও ভোটের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার ঠিক দু’দিন আগে দোসরা মার্চ রাজ্য সরকার এ ব্যাপারে কেন্দ্রের কাছে ফের আবেদনপত্র পাঠায়। ১৬ মে তামিলনাড়ুতে বিধানসভা ভোট।