নয়াদিল্লি: সাত দফার লোকসভা ভোটের খুঁটিনাটি নিয়ে সাংবাদিক বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার এও বললেন, 'জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া খুব দ্রুত শুরু করব। বিষয়টি নিয়ে খুবই উৎসাহী আমরা।' সংযোজন, 'দেশের জন্য এবং আমাদের জন্য এটি অত্যন্ত তৃপ্তির মুহূর্ত যে দ্রুত এই প্রক্রিয়া শুরুর বিষয়টি নিশ্চিত করতে পারব।'

  


বিশদ...
'জম্মু ও কাশ্মীরের ছবিটা খুব আশাব্য়ঞ্জক...মানুষ, গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করে এগিয়ে আসতে কতটা উদগ্রীব, সেটা এখানে দেখা যায়', সাংবাদিক বৈঠকে বলেন রাজীব কুমার। এই প্রসঙ্গে এক তরুণীর কথাও বলেন জাতীয় নির্বাচন কমিশনার। তাঁর মতে, ভোটদানের সময় ওই তরুণীর চোখেমুখে যে ঔজ্জ্বল্য ছিল, তা যেন সবসময় বজায় থাকে। সাধারণ মানুষ যেন নিজেদের মধ্যে মারপিট বন্ধ করেন। রাজীব কুমারের কথায়, 'ওঁরা, নিজেদের প্রতিনিধি নির্বাচনের যে ইচ্ছাপ্রকাশ করেছেন, তা আমরা খুব দ্রুত বাস্তবায়িত করব।'  এই প্রসঙ্গেই লোকসভা নির্বাচনের সময় জম্মু ও কাশ্মীরের ভোটদানের হারের কথাও মনে করান তিনি। জানান, গত চার দশকে সর্বোচ্চ ভোট পড়েছে সেখানে, ৫৮.৫৮ শতাংশ। উপত্যকা আলাদা ভাবে ধরলে ৫১.০৫ শতাংশ ভোট পড়েছে বলেও জানান রাজীব কুমার। 
সংসদের নিম্নকক্ষে পাঁচ জন প্রতিনিধি রয়েছে জন্মু ও কাশ্মীরের। জম্মু, উধমপুর, শ্রীনগর, বারামুলা এবং অনন্তনাগ-রাজৌরি--এই পাঁচটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। তবে এবারের লোকসভা ভোট এই কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল।


বিশেষত্ব...
২০১৯ সালের অগাস্টে, সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এটিই প্রথম ভোট সেখানে। কেন্দ্রশাসিত এই অঞ্চলের সবকটি রাজনৈতিক দলই চেয়েছিল, লোকসভা ভোটের সঙ্গেই যেন বিধানসভা ভোটের আয়োজন করা হয়। কিন্তু রাজীব কুমারের মতে, প্রশাসনের তরফ থেকে জানানো হয়, দুটি ভোট একসঙ্গে করার মতো পরিস্থিতি নেই। গত ডিসেম্বরে, সুপ্রিম কোর্ট ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তকে সাংবিধানিক বলে রায় দেয়। সে সঙ্গে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল, চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোটা করাতে হবে। লোকসভা ভোটের পর এবার সেই ভোট নিয়ে উৎসাহ থাকবে অনেকেরই। তার আগে, এদিনের সাংবাদিক বৈঠকে, লোকসভা ভোটের খুঁটিনাটি নিয়ে আলোচনায় আশ্বাসবাণী দিল জাতীয় নির্বাচন কমিশন।


 


আরও পড়ুন:রাজ্যে লোকসভা নির্বাচনের সমাপ্তি, শেষ দফায় ভোটদানের হার কত?