Uorfi Javed: ফুলে ঢোল চোখ-ঠোঁট-মুখ, তাতেই জুটছে কটাক্ষ! কী হয়েছে উরফির? খোলসা করলেন পোস্টে

Uorfi Javed Post: উরফি জাভেদকে আপাতত দেখা যাচ্ছে 'স্প্লিটসভিলা এক্স ৫'-এ। এই আবহে সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ সেলফি তুলে পোস্ট করলেন উরফি জাভেদ। এ কী অবস্থা তাঁর চোখ-মুখের?

Continues below advertisement

মুম্বই: ফুলে ঢোল দুই চোখ, ফুলেছে ঠোঁটও। এ কী অবস্থা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencer) উরফি জাভেদের (Uorfi Javed)? নেটিজেনদের কটাক্ষ, প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে বেশি করে ফেলেছেন, এবার ভুগছেন। সত্যিই কি তাই? আজ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আসল কারণ জানালেন। বীভৎস অ্যালার্জির (allergies) সমস্যায় ভুগছেন উরফি। কী লিখলেন তিনি?

Continues below advertisement

অ্যালার্জির সমস্যায় ভুগছেন উরফি জাভেদ

উরফি জাভেদকে আপাতত দেখা যাচ্ছে 'স্প্লিটসভিলা এক্স ৫'-এ। এই আবহে সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ সেলফি তুলে পোস্ট করলেন উরফি জাভেদ। সেখানেই তিনি খোলসা করেন সাংঘাতিক অ্যালার্জির সমস্যায় ভুগছেন। কোনও ছবিতে তাঁর ফুলে যাওয়া মুখ স্পষ্ট, কোথাও ঠোঁট, কোথাও চোখ। তাঁর পোস্টে চিন্তা প্রকাশ করেছেন অনুরাগীরা। দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে। 

তবে এদিন ছবি পোস্ট করে উরফি জানান যে কীভাবে প্রায়ই তাঁকে তাঁর রূপ বা চেহারা বা পোশাকের জন্য সোশ্যাল মিডিয়ায় নানা কথা শুনতে হয়। তিনি জানান যে অনেকেই মনে করেন তাঁর মুখের এই অবস্থা হয়েছে বোটক্স বা ফিলার্স অতিরিক্ত ব্যবহারের জন্য তবে তিনি খোলসা করে দেন যে এগুলো আসলে অ্যালার্জি। 

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'আমি আমাক মুখ নিয়ে কত ধরনের মন্তব্য শুনছি যে আমি অতিরিক্ত ফিলার্স ব্যবহার করে ফেলেছি। আমার ভীষণ ভীষণ অ্যালার্জি হয়েছে, বেশিরভাগ সময়েই আমার মুখ ফুলে থাকছে। প্রায়দিনই আমি এভাবেই ঘুম থেকে উঠি, এবং আমার মুখ সবসময়েই ফুলে থাকে। চূড়ান্ত অস্বস্তিতে থাকি। ফিলার্স নয় এগুলো ভাই, অ্যালার্জিস। ইমিউনোথেরাপি চলছে কিন্তু যদি আবার কখনও আমাকে ফোলা মুখ নিয়ে দেখতে পাও, তাহলে বুঝবে যে আমার সেই বিচ্ছিরি অ্যালার্জির দিন চলছে। আমি অন্য কিছু করাইনি অবশ্যই আমার সাধারণ ফিলার্স আর বোটক্স ছাড়া যা আমি সেই ১৮ বছর বয়স থেকে করাচ্ছি। যদি আমার মুখ ফুলে যেতে দেখেন তাহলে বেশি ফিলার্স না নেওয়ার পরামর্শ দেবেন না, সহানুভূতি দেখিয়ে এগিয়ে যাবেন।'

 

আরও পড়ুন: Sourav Ganguly: সিনেমায় ডোনার ভূমিকায় অভিনয় করবেন কে? বায়োপিক নিয়ে কী আপডেট দিলেন সৌরভ?

পোস্টে অবশ্যই ঘনিষ্ঠ লোকজন ও অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক নেটিজেন লেখেন, 'আমারও একই ধরনের অভিজ্ঞতা হয় এবং তোমার কথা বুঝতে পারছি আমি, এই জিনিসগুলো একেবারেই সহজ নয়। নিজের খেয়াল রেখো।' অপর একজন লেখেন, 'এটা কী হয়েছে, এটা খুব ভাল ব্যপার নয়... তোমার জন্য খারাপ লাগছে... খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola