কপ্টার থেকে নামতে গিয়ে আহত মুখ্যমন্ত্রী...
দুর্যোগের মধ্যে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে আহত হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি কোমরে এবং পায়ে চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। আপাতত প্রাথমিক চিকিৎসা হয়েছে তাঁর। বিশেষ বিমানে চাপিয়ে কলকাতায় আন হচ্ছে। শহরে পৌঁছলে বিশেষজ্ঞর দেখতে পারেন তাঁকে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হেলিকপ্টারের জরুরি অবতরণ চলাকালীন মমতা চোট পান বলে জানা গিয়েছে (Mamata Banerjee Injured)। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বটে, তবে আহত হলেন মমতা।


'কেন্দ্রে আর মাত্র ছয় মাস'

পাটনায় বিরোধীদের বৈঠক শেষে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। সামগ্রিকভাবে ২০২৪-এর লোকসভা ভোটে বিরোধীরা আদৌ বিজেপির বিরুদ্ধে এককাট্টা হতে পারবে কি না তা সময় বলবে। কিন্তু, বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে যে তিনি অন্য়দের সঙ্গেই একযোগে ঝাঁপাতে চান তা পাটনার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকেই বুঝিয়ে দিয়েছিলেন। কংগ্রেস-আপের মধ্যে টানাপোড়েন মেটাতেও তিনি এগিয়ে এসেছিলেন। কারণ, বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইয়ের প্রয়োজনীয়তা তাঁর মত বিচক্ষণ রাজনীতিক বোঝেন, এমনই বলছে রাজনৈতিক মহল। তাই, পঞ্চায়েত ভোটের প্রচারের মঞ্চ থেকেও সেই অস্ত্রেই আবার শান দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি হুঙ্কার ছাড়লেন, 'বিজেপির আয়ু আর মাত্র ছয় মাস। কেন্দ্রে থাকবে আর মাত্র ছ'মাস।' 

কমিশনকেও একহাত শুভেন্দুর...
'ভোটপ্রক্রিয়া (Electoral Process) নিয়ন্ত্রণ হচ্ছে নবান্নর (Nabanna) ১৪ তলা থেকে', তৃণমূল সরকারকে ফের চাঁচাছোলা আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। প্রশ্ন তুললেন রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও। বললেন, ''২০২৩ সালে কমিশনকে (State Election Commission) রাজ্য সরকারের শাখা সংগঠনে পরিণত করা হয়েছে।... এমন ভোট আগে দেখিনি। বিজেপি থেকে নির্দল, সবাই আক্রান্ত।





 

মালদায় অস্বস্তি জারি তৃণমূলের...

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রাক্কালে রাজ্যের শাসকদলের অস্বস্তি অব্যাহত। রাজ্যের শাসক শিবিরে ভাঙন অব্যাহত মালদায় (Malda)। কালিয়াচকে নেতা-কর্মী-সমর্থক মিলিয়ে একসঙ্গে প্রায় ৫০০ জন তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসে। মালদায় ঘাসফুল ছেড়ে 'হাত' ধরার প্রবণতা শুরু হয়েছিল কিছুদিন আগেই। যা বজায় রয়েছে।

 

বিক্ষোভের মুখে শতাব্দী রায়...

ফের বিক্ষোভের মুখে বীরভূমের (Birbhum) তৃণমূল সাংসদ শতাব্দী রায় (TMC MP Satabdi Roy)। এবার দুবরাজপুর ব্লকের (Dubrajpur Block) চিনপাই গ্রামে দলীয় প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায়। গ্রামবাসীর অভিযোগ, জলের অভাব, মিলছে না বার্ধক্য ভাতাও। বারবার আবেদন করেও সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ। এর আগে বীরভূমে নিজের কেন্দ্রে সিউড়ি ও খয়রাশোলেও ক্ষোভের মুখে পড়েন শতাব্দী।