রাণা দাস, পূর্ব বর্ধমান: শিয়রে পঞ্চায়েত ভোট । (Panchayat Election 2023) মনোনয়ন পর্বে তুমুল অশান্তির অভিযোগ। তার পরও যেন হিংসার অশনি সঙ্কেত এড়ানো যাচ্ছে না। এবার তৃণমূল কংগ্রেস প্রার্থীর (TMC Candidate) বাড়ি থেকে বোমা তৈরির উপকরণ-সহ দেড় কেজি মশলা উদ্ধার (Explosive Material) ঘিরে হইচই পড়ে গেল কাটোয়া থানার আলমপুর গ্রাম পঞ্চায়েতের গুসুম্বা গ্রামে। ধৃত প্রার্থীর স্বামী মিঠুন দাস। এত পরিমাণ বোমা তৈরির উপকরণ কী করছিল তৃণমূল প্রার্থীর বাড়িতে? ভোটের মুখে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে এই ঘটনায়।
কী জানা গেল?
অভিযুক্ত তৃণমূল নেতা এবং তৃণমূলের অঞ্চল সভাপতি ও বিদায়ী প্রধান অবশ্য এই অভিযোগ মানেননি। তাঁদের প্রশ্ন, পুলিশ মাছের খাবার উদ্ধার করে কী করে বলছে বোমার মশলা উদ্ধার হয়েছে?সূত্রের খবর, গত সোমবার আলমপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর সংসদের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না দাসের বাড়িতে দিনভর তল্লাশি চালায় কাটোয়া থানার পুলিশ। অভিযানের পর স্বপ্না দাসের বাড়ি থেকে দেড় কেজি বোমার মশলা, তিন কেজি পেরেক, কয়েক কেজি পাথরের কুচি-সহ প্রচুর সুতলির রশি বাজেয়াপ্ত হয় বলে দাবি পুলিশের। রাতের দিকে প্রার্থীর স্বামী তথা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা মিঠুন দাসকে গ্রেফতার করা হয়। আলমপুর অঞ্চলের সভাপতি নীলমণি বসু বলেন, 'প্রার্থীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে মাছের খাবার উদ্ধার হয়েছে বলে জেনেছি। বোমার মশলা পায়নি বলেই আমার কাছে খবর।' যদিও কাটোয়া থানার পুলিশ বিস্ফোরক আইনে মামলা রুজু করে মিঠুন দাসকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে।
নতুন নয়...
মে মাসের শেষ দিকে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছিল। সেবার কালেরআইট এলাকায় গোয়াল ঘর থেকে বোমার হদিশ মেলে। ঘটনার দিন সকালে তৃণমূল কর্মী আয়ুব মোল্লার বাড়ি লাগোয়া গোয়াল ঘরের মধ্যে একটি ব্যাগের ভিতর বোমাগুলি দেখতে পান ওই পরিবারের পুত্রবধূ। পরে ভাঙড় থানার পুলিশ গিয়ে ৭টি তাজা বোমা উদ্ধার করে। পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুত করছিল তৃণমূল, অভিযোগ আইএসএফের। বস্তুত, মনোনয়ন পর্ব চলাকালীন এই ভাঙড়েই মুড়িমুড়কির মতো বোমা পড়তে দেখা যায়। সপ্তাহদুয়েক আগেচালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মী কুতুবউদ্দিন আলি মোল্লার বাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়ার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। নিজেরা বোমাবাজি করে আইএসএফের ঘাড়ে দোষ চাপাচ্ছে তৃণমূল, পাল্টা দাবি করেন নৌশাদ সিদ্দিকি।
আরও পড়ুন:'ভারতকে যদি চিনে থাকি...', মমতার মতে বিজেপির 'আয়ু' আর এতদিন !