কলকাতা: চৌত্রিশ বছরের বাম শাসনের পর ২০১১ সালে পরিবর্তন এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা। ২০১৬ সালেও বিপুল মানুষের সমর্থন নিয়ে মসনদে ছিলেন মমতাই।


বিগত ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজে কি আপনি সন্তুষ্ট? এ ব্যাপারে জনমত সমীক্ষা চালিয়েছিল সিএনএক্স। ফোনে নয়, সরাসরি ভোটারদের বাড়ি গিয়ে কথা বলেছিলেন সমীক্ষকরা। দ্বিতীয় দফায় সিএনএক্স-এবিপি আনন্দের সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যের ৩০ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে খুব সন্তুষ্ট। ১৪ শতাংশ মানুষ মোটামুটি সন্তুষ্ট।


তবে বিরুদ্ধ মতও রয়েছে। সিএনএক্স-এবিপি আনন্দের সমীক্ষায় দেখা গিয়েছে, গত ১০ বছরে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অসন্তুষ্ট ৩২ শতাংশ মানুষ। মমতা সরকারের কাজে কিছুটা অসন্তুষ্ট ২০ শতাংশ মানুষ। এ ব্যাপারে বলতে পারবেন না বলে জানিয়েছেন ৪ শতাংশ মানুষ।