সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আত্মবিশ্বাসী, বাম-কংগ্রেস জোটই সরকার গড়তে চলেছে। পঞ্চম দফা ভোটের আগে শনিবার রাতেও সিপিএমের রাজ্য সম্পাদকের গলায় আত্মবিশ্বাসের একই সুর শোনা যায়। বামেদের জোটসঙ্গী কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরীর দাবি, তৃতীয় দফা পর্যন্ত যা ভোট হয়েছে, তাতে তাঁরাই এগিয়ে।
বাম-কংগ্রেস জোটের গলায় যখন আত্মবিশ্বাসের সুর, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও সংখ্যাগরিষ্ঠতার দাবি। এখনও দু দফায় চার জেলায় ভোট বাকি। তার আগে যুযুধান দুই শিবির এই ধরণের মন্তব্য করে জল মেপে নিতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।