পাত্রসায়র: গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দিলে তৃণমূলের (TMC) রাতে ঘুম কেড়ে নেবেন বলে হুমকি দিলেন বাঁকুড়ার (Bankura) সোনামুখীর (Sonamukhi) বিজেপি (BJP) মণ্ডল সভাপতি অনুপ ঘোষ। শনিবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে পাত্রসায়ের ব্লকের নারায়ণপুরে একটি পথসভা অনুষ্ঠিত হয় সোনামুখী বিজেপি মণ্ডল চার নম্বরের পক্ষ থেকে। এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সোনামুখী মণ্ডল চারের সভাপতি অনুপ ঘোষ বিতর্কিত মন্তব্য করে বসেন।
তিনি বলেন, "তৃণমূল হামলার ভয় দেখাচ্ছে। কিন্ত, ভারতীয় জনতা পার্টির কর্মীরা কোনওদিন ভয় পেয়ে থাকে না। হামলা হলে পাল্টা হবে। তৃণমূলের নেতাকর্মীরা আবাস যোজনা টাকা সাধারণ মানুষের কাছে ১০-২০ হাজার করে নিয়েছে। তাদের বলছি তৈরি থাকুন লিস্ট সবাইকার হাতে আছে। টাকা আদায় করতে আমরা জানি আপনাদের রাতের বেলার ঘুম কেড়ে নেব সাবধান করে দিলাম তৃণমূলকে। সামনেই ২৫ মে আর কয়েকটা মাত্র দিন তৃণমূল কারও বাড়ি যে যদি বাধা দেয় আপনাদের গণতান্ত্রিক অধিকার যদি হরণ করতে থাকে। আপনাদের ভোট দানে যদি বাধা দেয়, আপনারা ঝাঁটা, বটি ও জুতো নিয়ে তৈরি থাকুন।"
বিজেপির মণ্ডল সভাপতির এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে তিনি বলেন, "এটাই বিজেপির কালচার। ওরা ক্ষমতায় আসার আগেই ওদের ভাবনা যদি এই ধরনের হয় ক্ষমতায় এলে তারা যে কী করবে তা মানুষ বুঝতে পারছে। তাই ওদের মানুষ প্রত্যাখ্যান করছে। বিজেপি হুমকি ও সন্ত্রাসের আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে। অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভোটের আগে।"
প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। মুর্শিদাবাদ থেকে সন্দেশখালি, সব জায়গাতেই শাসক বনাম বিরোধীদের রেষারেষি চলছে। প্রচারে একে অপরকে আক্রমণ করতে গিয়ে কুকথা বলছেন অনেকে। সেই তালিকায় নাম উঠল এবার অনুপ ঘোষেরও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।