লখনউ: উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোকদলের জোটের জন্য সাতটি আসন ছেড়ে রাখল কংগ্রেস। আজ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর। তিনি আরও জানিয়েছেন, জোটসঙ্গী আপনা দলকে দু’টি আসন দিচ্ছে কংগ্রেস। সূত্রের খবর, সপা প্রধান অখিলেশ যাদব আজমগড় কেন্দ্রে প্রার্থী হলে সেই আসনেও লড়াই করবে না কংগ্রেস।
আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মণিপুরী কেন্দ্র থেকে লড়াই করছেন মুলায়ম সিংহ যাদব। কনৌজ কেন্দ্রে প্রার্থী ডিম্পল যাদব। এই কেন্দ্রগুলিতে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। এ বিষয়ে রাজ বলেছেন, ‘আমরা সপা, বসপা ও আরএলডি-র জন্য সাতটি আসন ছেড়ে দিচ্ছি। এই আসনগুলির মধ্যে আছে মণিপুরী, কনৌজ, ফিরোজাবাদ। এছাড়া মায়াবতী এবং আরএলডি-র জয়ন্তজি (চৌধুরি) ও অজিত সিংহজি যে কেন্দ্র থেকে প্রার্থী হবেন, সেখানেও আমরা লড়াই করব না। এছাড়া আমরা আপনা দলকে গোন্দা ও পিলভিট আসন দিচ্ছি। মহান দলের সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। তারা বিধানসভা আসনে লড়াই করার কথা বলছিল। লোকসভা নির্বাচনে মহান দলের প্রার্থীরা আমাদের প্রতীক নিয়ে লড়াই করতে তৈরি। আমরা এ বিষয়ে সমাধানসূত্র খুঁজে বার করব।’
উত্তরপ্রদেশে মায়াবতী-অখিলেশ জোটের জন্য সাতটি আসন ছেড়ে রাখল কংগ্রেস
Web Desk, ABP Ananda
Updated at:
17 Mar 2019 07:20 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -