একদিনের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট, বুমরাহ
Web Desk, ABP Ananda | 17 Mar 2019 06:37 PM (IST)
দুবাই: আইসিসি একদিনের আন্তর্জাতিকের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও পেসার জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে ৩১০ রান করার সুবাদে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন বিরাট। দ্বিতীয় স্থানে রোহিত শর্মা। ৭৭৪ পয়েন্ট নিয়ে বোলারদের তালিকার শীর্ষে বুমরাহ। অন্যান্য ক্রিকেটারদের মধ্যে কেদার যাদব অলরাউন্ডারদের তালিকায় ১১ ধাপ উঠে কেরিয়ারের সেরা ২৪ নম্বরে আছেন। দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ স্থানে। তাঁর ঠিক উপরের ধাপে আছেন নিউজিল্যান্ডের রস টেলর। ভারতীয় দল দ্বিতীয় স্থানে। শীর্ষে ইংল্যান্ড।