নয়াদিল্লি : তীব্র গরম। চলছে তাপপ্রবাহ। দেশের বিস্তীর্ণ অংশের কার্যত হাঁসফাঁস অবস্থা। তারই মধ্যে চলছে ভোটপর্ব। অসহ্য গারমের মধ্যেই রাজনৈতিক নেতা-নেত্রীরা প্রচার চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে এবার অসুস্থ হয়ে পড়লেন রাহুল গান্ধী। এই পরিস্থিতিতে আজ মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের সভা করবেন না তিনি। এমনই জানালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আজ মধ্যপ্রদেশের সাতনা ও ঝাড়খণ্ডের রাঁচিতে বিরোধী শিবিরের মেগা শোয়ে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।


এক্স হ্যান্ডলে জয়রাম রমেশ লেখেন, 'রাহুল গান্ধী অসুস্থ হয়ে পড়েছেন । এই মুহূর্তে তিনি দিল্লি ছাড়তে পারবেন না। সাতনার সভায় যোগদান করার পর রাঁচির সমাবেশে বক্তব্য রাখবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।'