নয়াদিল্লি : রাহুল গাঁধীকে লোকসভার বিরোধী দলনেতা হতে প্রস্তাব। কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রস্তাব পাস করা হল। এরপরই কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রস্তাবের ভিত্তিতে  ঝাড়খণ্ডের কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর দাবি জানালেন, '১১ হাজার কিলোমিটার ঘুরে বেরিয়েছেন, মানুষের কথা শুনেছেন। তাই রাহুলকেই বিরোধী দলনেতা করা উচিত।'


উত্তরপ্রদেশের রায়বরেলি ও কেরলের ওয়েনাড কেন্দ্র থেকে ভোটে জিতেছেন রাহুল গান্ধী। এদিন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর কংগ্রেস সাংসদ কুমারী শেলজা বলেন, 'কংগ্রেস ওয়ার্কিং কমিটি চাইছে রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতা নিয়োগ করা হোক।' অন্যদিকে, বর্ষীয়ান কংগ্রেস নেতা ও আলাপুঝ্ঝা থেকে নব নির্বাচিত সাংসদ কে সি বেণুগোপালও একই সুরে বলেন, 'কংগ্রেস ওয়ার্কিং কমিটি রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতা হওয়ার অনুরোধ করেছে।'


এর পাশাপাশি ভোটের প্রচারে রাহুল গান্ধীর চেষ্টার প্রশংসা করা হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে। সেখানে বলা হয়েছে, 'প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যেভাবে ভারত জোড়ো যাত্রা ও ভারত জোড়ো ন্যায় যাত্রার নকশা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তাতে তাঁকে প্রশংসা করতে হয়। উভয় যাত্রাতেই তাঁর যে চিন্তাধারা এবং ব্যক্তিত্ব ফুটে উঠেছে তা জাতীয় রাজনীতিতে ঐতিহাসিক মোড় বদলে দেওয়ার মতো , আমাদের লক্ষ লক্ষ কর্মী এবং ভোটারের মধ্যে আশার আলো ও আত্মবিশ্বাস সঞ্চার করেছে। রাহুল গান্ধীর ভোট-প্রচার ছিল একার মস্তিষ্ক, তীক্ষ্ণ এবং নির্দিষ্ট এবং তিনি একাই ২০২৪ সালের ভোটে সংবিধানের সুরক্ষাকে মূল বিষয় করে তুলেছেন। তাঁর যাত্রায় রাহুল মানুষের ভয়ভীতির কথা, উদ্বেগ ও আশা-আকাঙ্খার কথা শুনেছেন। মূলত যুবক, মহিলা, কৃষক, শ্রমিক, দলিত, আদিবাসী, ওবিসি ও সংখ্যালঘুদের।'


এদিন কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন- কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, মণীশ তিওয়ারি, ডি কে শিবকুমার, রেবন্ত রেড্ডি-সহ অন্যান্যরা। প্রসঙ্গত, এবার ভোটে আসন সংখ্যার বিচারে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে কংগ্রেস। ২০১৯ সালে তাদের যেখানে ৫২ জন সাংসদ ছিল, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০০-য়। এই পরিস্থিতিতে রাহুলকে লোকসভায় বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাব নিয়ে ভেবে জানাবেন বলে জানিয়েছেন রাহুল। ১০ বছর পর লোকসভার বিরোধী দলনেতা পাচ্ছে দেশ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।