পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: রেস্তোরাঁ মালিককে মারধরের ১৭ ঘণ্টা পর অবশেষে বোধোদয় হল সোহম চক্রবর্তীর (Soham Chakraborty)? অবশেষে ক্ষমা চাইলেন তৃণমূলের (TMC) অভিনেতা-বিধায়ক। কী বললেন? 


রেস্তোরাঁ মালিককে মারধর, অবশেষে ক্ষমা চাইলেন সোহম চক্রবর্তী


যাঁর রেস্তোরাঁয় শ্যুটিং, তাঁকেই পেটালেন তৃণমূলের অভিনেতা-বিধায়ক! মাটিতে ফেলে লাথি, কলার ধরে চড়! নিউটাউনে রেস্তোরাঁ মালিককে বেধড়ক মার তৃণমূলের অভিনেতা, বিধায়ক সোহমের। আইন ভাঙলেন খোদ আইন প্রণেতা! প্রথমে চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে, ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন-চারটে চড় মেরেছেন। যদিও অবশেষে ক্ষমা চাইলেন তিনি। 


ঘটনা ঘটার প্রায় ১৭ ঘণ্টা পর অভিনেতা এবিপি আনন্দের ক্যামেরায় বলেন, 'আমি প্রথমেই প্রচণ্ডভাবে দুঃখপ্রকাশ করছি আমার এই বহিঃপ্রকাশের জন্য। অবশ্যই আমি ক্ষমাপ্রার্থী। কখনওই সেটা কাম্য নয়, কখনওই সেটা উচিত নয়। আমি একদমই ক্ষমাপ্রার্থী। কারণ সেই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে গিয়েছিল, সেই সময় দায়িত্ববান নাগরিক হিসেবে নিজেকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল।' এরপর তিনি প্রকাশ্যে আসা ভিডিও ফুটেজের দিকে নির্দেশ করে বলেন, 'আপনারা হয়তো এটুকু ফুটেজ পেয়েছেন, কিন্তু এর ঠিক আগেই যে ঘটনা ঘটেছিল, এবং  যে কারণে আমি রেগে যাই বা আউট অফ কন্ট্রোল হয়ে যাই, তার আগের মুহূর্তটা ওদের হোটেলের বাইরের অংশে হয়েছে। যেখানে ওঁরা প্রচণ্ড খারাপ ব্যবহার করছেন, যেটা আমাদের কখনওই এমন লক্ষ্য থাকে না যে কারও কোনও অসুবিধা করে কাজ করব। উনি প্রথমেই আমাদের পুলিশকর্মী যাঁরা ছিলেন তাঁদের তুই-তোকারি শুরু করেন।' সোহমের অভিযোগ তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেও খারাপ মন্তব্য করেন।


অন্যদিকে রেস্তোরাঁ মালিকের দাবি তিনি নিজেও একজন তৃণমূল কর্মী, এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য করেননি। এর জবাবে সোহম বলেন, 'তাহলে ওঁকে বলুন রেস্তোরাঁর বাইরের সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে আনতে।' অভিনেতার দাবি, ঘটনার সূত্রপাত যখন হয়, তিনি তখনও ছাদের ওপরে শট দিচ্ছিলেন। চিৎকার-চেঁচামেচি শুনে তাকিয়ে দেখেন রেস্তোরাঁর কর্মীরা চড়াও হয়েছেন পুলিশের ওপর। 


 



আরও পড়ুন: Kartik Aaryan: ৮২ লক্ষ টাকার বিনিময়ে অনুরাগীদের সঙ্গে দেখা করছেন কার্তিক আরিয়ান? প্রতারণা থেকে সাবধান!


সূত্রের খবর, সোহমের শ্যুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শ্যুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে, হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তাঁর উপর চড়াও হন। এমনকী, সোহম চক্রবর্তীও তাঁকে ঘুষি মারেন বলে অভিযোগ। ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পর তদন্ত শুরু করেছে পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।