উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বাংলায় বেলাগাম সন্ত্রাস, প্রাণ বাঁচাতে অসমে আশ্রয়। ৫ দিন পরে অসম থেকে ঘরছাড়াদের ফেরাল কোচবিহার পুলিশ। তুফানগঞ্জের বালাভূত থেকে অসমের রানপাগলি গ্রামে আশ্রয় নেন তাঁরা। জয়ী বিজেপি প্রার্থী-সহ ২৫০ জনেরও বেশি পালিয়ে গিয়েছিলেন অসমে। সুরক্ষার আশ্বাস দিয়ে ঘরছাড়াদের ফেরাল কোচবিহার পুলিশ।


ঘরছাড়া কর্মীদের ফেরাল পুলিশ: স্বজন হারানোর বেদনা। সন্তানহারা মায়ের কান্না। পঞ্চায়েত ভোটের দিন বেলাগাম সন্ত্রাস। অশান্তি হয়েছিল কোচবিহারের দিনহাটা থেকে তুফানগঞ্জে। এরপর, ওই রাতেই বাড়ি ছেড়ে প্রতিবেশী রাজ্য অসমে আশ্রয় নেন বিজেপির কয়েকশো কর্মী-সমর্থক এবং প্রার্থী। প্রাণ বাঁচাতে অসমে গা ঢাকা দেন সিপিএমের কয়েকজন কর্মী-প্রার্থী এবং প্রাক্তন বিধায়কও।

অসমের রানপাগলি গ্রামে একটি ক্যাম্পে ছিলেন বিজেপির সমর্থকরা।আর, অসমের এক কংগ্রেসের বিধায়কের তত্ত্বাবধানে অন্য একটি ক্যাম্পে ছিলেন সিপিএমের সমর্থকরা। এই খবরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হওয়ায়, ৫দিন পর, বিজেপি এবং সিপিএমের সেই কর্মী ও প্রার্থীদের ফেরাল কোচবিহার পুলিশ।ভোট ঘোষণার পর থেকেই বার বার অশান্তি হয়েছে কোচবিহারে। রক্ত ঝরেছে। বোমাবাজি হয়েছে। মৃত্যু পর্যন্ত হয়েছে।


অভিযোগ, অশান্তির আবহে ভোটের দিনও বিজেপি এবং সিপিএমের প্রার্থী এবং কর্মীদের কয়েকজন চলে যান অসমে। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার দিন, একথা ট্যুইট করে জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বৃহস্পতিবার, পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরের দিন, নিরাপত্তার আশ্বাস দিয়ে, বাসে করে তাঁদের ফিরিয়ে আনল কোচবিহার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ঘরছাড়াদের ফিরিয়ে আনা হয়।বেলাগাম সন্ত্রাস, প্রাণ বাঁচাতে অসমে আশ্রয়। ৫দিন পরে অসম থেকে ফেরাল কোচবিহার পুলিশ। সিপিএমের প্রাক্তন বিধায়ক বলেন, “সন্ত্রাসের জন্য সবাইকে অন্যত্র আশ্রয় নিতে হয়েছিল। আমরা ফিরছি।’’ঘরে ফিরলেও, এখন আতঙ্ক তাড়া করছে এই মানুষগুলোকে।


এদিকে পঞ্চায়েত ভোট ঘিরে বেলাগাম সন্ত্রাস। প্রাণ গেল আরও একজনের। এনআরএসে মৃত্যু হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল কর্মীর। ৮ জুলাই বড়শিমুল গ্রাম পঞ্চায়েতে ভোট দিতে যাওয়ার সময় বোমাবাজিতে গুরুতর জখম হন তৃণমূল কর্মী সইবুর রহমান ও তাঁর ভাই মইদুল রহমান। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার মৃত্যু হয় মইদুলের। আজ ভোর রাতে এনআরএসে মৃত্যু হয় তৃণমূল কর্মী সইবুরের। রাজ্যে পঞ্চায়েত ভোটে এই নিয়ে ৩৭ দিনে ৪৯ জনের মৃত্যু হল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Wooden Furniture: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন