নয়াদিল্লি ও কলকাতা:  রাজ্যে চলতি  বিধানসভা ভোটের মধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।  এরইমধ্যে জানা গিয়েছে রাজ্যের ভোটে বিজেপির হয়ে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনও জনসভা বাতিল হবে না। কোভিড বিধি মেনেই এই জনসভাগুলি হবে।  ব্যবহার করা হবে এলইডি স্ক্রিন।   বিজেপি সূত্রে এমনটাই খবর।  রাজ্যের তিন দফার নির্বাচন বাকি রয়েছে। প্রধানমন্ত্রীর এখনও চারটি জনসভা করার কথা। দুদিনে ওই চার সভা হওয়ার কথা ছিল। এখন সূত্রের খবর, ২৩ এপ্রিলই হয়ে যাবে ওই চার সভা।


জানা গেছে, আগামী ২২ এপ্রিল মালদা ও মুর্শিদাবাদ এবং ২৪ এপ্রিল বোলপুর ও দক্ষিণ কলকাতায় প্রধানমন্ত্রীর জনসভা করার কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে ঠিক হয়েছে, দুদিনে নয়, একদিনে ২৩ তারিখেই চারটি সভা হবে। চলতি পরস্থিতির কথা মাথায় রেখে কোভিড বিধি মেনে কীভাবে এই সভাগুলি করা সম্ভব, তা নিয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে খবর। আজ রাতের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বামেরা  সমস্ত বড় সভা বাতিল করেছে দিয়েছে। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী এ রাজ্যে তাঁর সমস্ত সভা বাতিল করে দিয়েছেন।  তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, তিনি কলকাতায় আর বড় কোনও সভা করবেন না। সব জায়গাতেই  তাঁর কর্মসূচী হবে সংক্ষিপ্ত। 


এরইমধ্যে- দেশের করোনা পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গে ভোটের প্রচারকে নিশানা করেছে বিরোধীরা। এদিনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, করোনা পরিস্থিতির মোকাবিলার পরিবর্তে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার পশ্চিমবঙ্গের ভোট। তিনি এদিনও এক বা দুদিনে ভোট সম্পন্ন করার জন্য কমিশনের কাছে আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, বাকি দফার ভোট এক দফায় করা হলে এই করোনা পরিস্থিতিতে তা হবে উপযুক্ত। তাঁর অভিযোগ, বিজেপির কথাতেই দফা কমানোর পথে হাঁটছে না নির্বাচন কমিশন।


তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও করোনা পরিস্থিতিতে মোদির ভোটের প্রচারকে কটাক্ষ করেছেন।