করুণাময় সিংহ, মালদা: কখনও চায়ের দোকানের চা বিক্রি করলেন তো আবার কখনও হাতে দাড়িপাল্লা নিয়ে সবজি বিক্রি করতে দেখা গেল মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে (Malda South BJP Candidate Sreerupa Mitra Chaudhury)। শনিবার প্রচার পর্বে (Election campaign) বেরিয়ে প্রথমে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর (Mathurapur) এলাকায় যান দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। স্থানীয় বিজেপি কর্মী ও নেতা-নেত্রীদের নিয়ে হাটে বাজারে ঘুরে জনসংযোগ সারলেন তিনি। 


আরও পড়ুন: Dilip Ghosh : বাচ্চাদের পার্ক, ডাস্টবিন বানিয়ে দেবেন ! দায়িত্বে থাকা রেলকর্মীকে কড়া হুঁশিয়ারি দিলীপের


প্রথমে মথুরাপুর স্ট্যান্ড এলাকায় চায়ের দোকানে নিজে হাতে চা বিক্রি করলেন তিনি। এরপর মথুরাপুরের সাপ্তাহিক ঘাটে পৌঁছে যান বিজেপি প্রার্থী। সেখানে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার সঙ্গে সঙ্গে শাকসবজি বিক্রি করতে বসে পড়েন বাজারের মাঝেই। হাতে দাঁড়িপাল্লা নিয়ে ওজন করে সেই সবজিও বিক্রি করলেন। এভাবেই জনসংযোগ সেরে সকল প্রান্তের মানুষকে বিজেপির সঙ্গে থাকার বার্তা দিলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।


আরও পড়ুন: Lok Sabha Polls 2024: 'প্রচারে নামতে দেবে না বলে..', ISF ও TMC-র মধ্যে সংঘর্ষ দত্তপুকুরে


ভোট প্রচারের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা বলেন, "লোকসভা নির্বাচনের প্রচার পর্বের মাঝেই একটা দিন এই হাটে আসা মানুষদের সঙ্গে সময় ভাগ করে নিতে আজকে এখানে আসা। মানুষ কী চাইছে, তাঁদের কী অভিযোগ সমস্ত বিষয়টি জানতেই হাটে এসে তাঁদের সঙ্গে জনসংযোগ করা। যদি সুযোগ হয় শ্রমজীবী মানুষদের কথা সংসদে তুলে ধরব। তাঁদের নিয়েই সংসদে যাব। আর যদি সুযোগ না হয় তাহলে এই হাটে এসে অভিজ্ঞতা তো হচ্ছেই।" 


প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই গত ৪ মার্চ সকালে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে নির্বাচনে প্রচার শুরু করেন শ্রী রূপা মিত্র চৌধুরী।  মালদা শহরের পোস্ট অফিস মোড়ে প্রথমে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করা হয়।  এরপর ঝাড়ু হাতে শহর পরিষ্কারে হাত লাগান বিজেপি প্রার্থী তথা ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের  বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী।


আরও পড়ুন: Lok Sabha Polls 2024: 'প্রচারে নামতে দেবে না বলে..', ISF ও TMC-র মধ্যে সংঘর্ষ দত্তপুকুরে