পার্থপ্রতিম ঘোষ ও রুমা পাল কলকাতা: ঘণ্টাদুয়েক বৈঠকের পর রাজভবন (Raj Bhavan) থেকে বেরিয়ে গেলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha)। সূত্রের খবর, মনোনয়ন পর্বে যে অশান্তি হয়েছে তা নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor C V Ananda Bose) সঙ্গে আলোচনা হয় তাঁর। কোন জায়গায় কত কেন্দ্রীয় বাহিনী, আলোচনা হয় তা নিয়েও। এদিন সাড়ে পাঁচটা নাগাদ রাজভবনে আসেন রাজীব সিনহা। তার মিনিট দশেক পরই বৈঠক শুরু হয়। 


কী জানা গেল?
কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা তৈরি করছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আর সেই তালিকা নিয়েই এদিন তিনি রাজভবনে যান বলেই রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। আজই কেন্দ্রীয় বাহিনী কোন জেলায় কত মোতায়েন হবে, সে ব্যাপারে বাহিনীর কর্তাদের পাশাপাশি রাজ্যপালকেও অবগত করিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার।, এদিনও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'যা বাহিনী এসেছে, তাতে পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়িয়ে ভোট করা দরকার। পঞ্চায়েত ভোটের দফা বাড়িয়ে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা উচিত।'


প্রেক্ষাপট...
সংঘাতের আবহেই আজ রাজভবনে গিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানান, রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেনি রাজভবন। তিনি নিজেই সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন। তাঁর কথায় 'আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলাম। আমি জানি তিনি ভোটের কাজে ব্যস্ত আছেন। যখন সময় পাবেন, তখনই আসতে পারেন। ভোট সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার আছে।' প্রসঙ্গত, গত ১৭ জুন রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছিলেন রাজ্যপাল। রাজীব সিন্হাকে রাজভবনেই তলব করেন সি ভি আনন্দ বোস। ঠিক তার আগের দিনই সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। হিংসা রুখতে কড়া পদক্ষেপে বার্তাও দিয়েছিলেন। এরপরই রবিবার দুপুর ২টোয় রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার আগের শনিবারই রাজভবনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, 'রাজ্যপালকে ভোট-হিংসার কথা জানিয়েছি। গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই, জানিয়েছেন রাজ্যপাল। ভোটে অশান্তি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। গতকাল ভাঙড়ে গিয়ে রাজ্যপাল বুঝেছেন আদতে কী ঘটেছে'।যদিও রাজ্য নির্বাচন কমিশনারকে রাজ্যপালের তলব নিয়ে এবার টানাপড়েনের সাক্ষী থেকেছে বাংলা। তবে রবিবারের বৈঠকের পর বিভিন্ন সূত্রে খবর, নানা বিষয়ে রাজ্যপালকে জানিয়েছেন রাজীব সিনহা।


আরও পড়ুন:লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা