কলকাতা: আলবানিয়ার জাতীয় দলের হয়ে খেলা সেন্টার ফরোয়ার্ড আর্মান্দো সাদিকু (Armando Sadiku) আসন্ন আইএসএলে(Indian Super League) সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামবেন। রবিবার মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) পক্ষ থেকে এই ঘোষণা করা হল। ২০১৬-র ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রোমানিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক গোল করেছিলেন তিনি। সেই গোলেই রোমানিয়ার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ফুটবলে জয় পায় আলবানিয়া। এবার ভারতীয় ফুটবলে খেলতে দেখা যাবে তাঁকে। 


৩২ বছর বয়সী এই ছ’ফুট উচ্চতার ফরোয়ার্ড গত মরশুমে লা লিগার দ্বিতীয় ডিভিশনে এফসি কার্তাগেনার হয়ে ৩১টি ম্যাচ খেলে আটটি গোল করেছিলেন। কোপা দেল রেতেও তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। দেশের হয়ে ৩৮টি ম্যাচে ১২টি গোল করেছেন তিনি। তিনটি গোলের অ্যাসিস্টও এসেছে তাঁর পা থেকে। ইউরোপের বিভিন্ন দেশের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর দখলে। তবে তিনি কেরিয়ারের সিংহভাগ সময়টা স্পেন এবং স্যুইৎজারল্যান্ডেই খেলেছেন তিনি।


স্যুইৎজারল্যান্ডের এফসি জুরিখের তাঁর উয়েফা ইউরোপা লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। আবার পোল্যান্ডের লেগিয়া ওয়ারশয়ের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতাঅর্জন পর্বে খেলেছেন। লেগিয়ার হয়েই তিনি ইউরোপা লিগে নিজের প্রথম গোলটি করেছিলেন। এই দুই ক্লাব ছাড়াও তিনি স্পেনের ক্লাব ফুটবলে ইউডি লা পালমা, লেভান্তে, মালাগা সিএফ-এর হয়ে খেলেছেন। সুইস লিগে এফসি লুগানোর জার্সিতেও মাঠে নেমেছেন আর্মান্দো।


 






আসন্ন মরশুমে গোলের জন্য এই অভিজ্ঞ ফরোয়ার্ডের দিকেই তাকিয়ে থাকবেন সুবজ মেরুন সমর্থকরা। মোহনবাগানের হয়ে খেলার জন্য কিন্তু আর্মান্দো নিজেও মুখিয়ে রয়েছেন। তাঁর দাবি স্পেনের ফুটবল মহলও ভারতীয় ফুটবলের বিষয়ে বেশ অবগত। 'ভারতীয় ফুটবলে মোহনবাগানের এক গৌরবময় ইতিহাস রয়েছে। আমি ওদেরকে সাফল্য এনে দিতে, ওদের হয়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছি। স্পেনের ফুটবলমহলও কিন্তু বর্তমান ভারতীয় ফুটবলের বিষয়ে বেশ অবগত। সেই কারণেই তো মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ আমায় প্রস্তাব দেওয়ার সপ্তাহখানেকের মধ্যেই চুক্তিতে রাজি হয়ে যাই। ভারতে ফুটবল খেলতে মুখিয়ে রয়েছি।' বলেন আলবানিয়ান ফরোয়ার্ড।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা