কলকাতা : তিনি সুপারস্টার। তিনি জয়প্রিয়তার শীর্ষে। তিনি বাংলা সিনেমাপ্রেমীদের আবেগ। নিজের দল হোক বা বিরোধী দয়, তাঁকে দরাজ সার্টিফিকেট দেন প্রায় প্রত্যেকেই। এমনই তাঁর ইমেজ যে, বিজেপির রাজ্য সভাপতিও তাঁর নাম শুনেই বলেন 'খুব ভাল ছেলে'। তবু তাঁর ডাক পড়েছে কেন্দ্রীয় এজেন্সির তরফে। একবার নয় একাধিক বার।


২০২২ সালের ফেব্রুয়ারিতে তাঁকে নিজ়াম প্যালেসে ডাকে সিবিআই । লম্বা সময়  জিজ্ঞাসাবাদও হয়।  সেবার জানা গিয়েছিল,  গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে আসে, তার জেরেই এই ডাক। তারপর ২০২৩ এ দুর্নীতির সঙ্গে তাঁর নাম জড়িয়ে আক্রমণ শানান তাঁর বিপরীতে এবার ভোটে দাঁড়ানো বিজেপির হিরণ। গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছেন ঘাটালের সাংসদ দেব, বারবার দাবি করে এসেছেন তিনি। এই বছরও  ইডির সদর দফতরে ডাক পড়ে তাঁর। কেন বারবার এভাবে ডাক পড়ে দেবের ? পছন্দের নায়কের সঙ্গে কেমন ব্যবহারই বা করা হয় সেখানে? জানতে চান প্রায় সব দেব-অনুরাগীরাই। সম্প্রতি কার দখলে দিল্লি অনুষ্ঠানে এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র কাছে এই নিয়ে মুখ খোলেন দেব। বলেন, 'আমি এখনও বুঝতে পারি না কেন আমাকে ডাকা হল, দুটো এজেন্সি থেকেই। যখন আমায় ডাকে আমার ভয় লাগে না। চুরি করলে তো আমি সবথেকে আগে জানব আমি চুরি করেছি!'


দেবের অভিযোগ, 'ইডি বা সিবিআইয়ের মতো সংস্থা এত বেশি রাজনীতির দ্বারা প্রভাবিত, ভোটের জন্য এমন ভাবে কাজে লাগানো হচ্ছে, তা দেশের ভবিষ্যতের জন্য খুবই দুঃখ জনক। ' তবে দেব জানালেন, ইডি বা সিবিআই আধিকারিকদের ব্যবহার তাঁর সঙ্গে খুব, খুবই ভাল। দেবের মতে, তাঁরা জানেন কে চোর কে চোর নয়। এই নিয়ে ৩ বার কেন্দ্রীয় এজেন্সির দরবারে ডাক পড়েছে দেবের। প্রতিবারই তিনি একইরকম ভাল ব্যবহার পেয়েছেন বলে জানালেন। সেই সঙ্গে বললেন, সুযোগ পেলে তিনি ভবিষ্যতে কখনও ইডি বা সিবিআই অফিসারের ভূমিকায় অভিনয় করতে চাইবেন। 


এনামুল হকের টাকা তাঁর চ্যাম্প ছবিতে বিনিয়োগ করা হয়েছে ? দেবের পরিষ্কার উত্তর , না ! তিনি চেনেনই না এনামুল হককে। আর প্রথমবার তাঁকে ডাকা হয় সম্পূর্ণ আলাদা একটি কারণে। কারণ কেন্দ্রীয় সংস্থা একটি লোককে খুঁজছিল, যার টাকা দেবের ছবিতে বিনিয়োগ হয়েছিল বলে খবর ছিল। সেই টাকা দেব ২০১৬ য় নিয়ে ২০১৭ তেই ফেরত দিয়ে দেন বলে জানান। আর সেই লোকটির কারণে যদি দেবকে ডাকা হয়ে থাকে, তবে বাংলা ইন্ডাস্ট্রির ৯৯ শতাংশর ডাক পড়া উচিত ইডি - সিবিআই দফতরে। দাবি দেবের। কারণ সে বিখ্যাত লোক, সে বহু লোকের সঙ্গে শো করেছে। 


দেব এখনও মনে করেন, 'ভগবান আছেন। মা - বাবার আশীর্বাদ আছে মাথার উপর' । তাই সত্য সামনে আসবেই। তিনি মনে করেন, এখন কেঁদে কোনও লাভ নেই, লড়ে নিতে হবে !