সনৎ ঝা ও অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা : নির্বাচনী প্রচারে নেমে একে অপরকে নানা ভাষায় বিদ্ধ করাটাই এখন দস্তুর। কুকথার তোড়, ব্যক্তিগত আক্রমণ, কিছুই বাদ যায় না। সেখানে তিনি ব্যতিক্রমী। তিনি সুপারস্টার। তিনি দুইবারের সাংসদ। তিনি দেব। ঘাটালের তৃণমূলের প্রার্থী। প্রচারে নেমে তিনি বরাবরই ব্যতিক্রমী। মার্জিত। পরিমিত বক্তা। সৌজন্যে বিশ্বাসী। তাই কেউ তাঁকে দেখে জয় শ্রীরাম স্লোগান তুলে অস্বস্তিতে ফেলতে চাইলে, তিনি গিয়ে জড়িয়ে ধরেন। বলেন, রাম তো সবার ! 


তাই তাঁর সামনে জয় শ্রীরাম স্লোগানে কোনও বিতর্কই তৈরি হয় না। কারণ দেব বিশ্বাস করেন, আমার মনে হয়,সবকিছু রাগ, অভিমান দিয়ে হয় না। কিছু কিছু জিনিস ভালবাসা দিয়েই হয়ে যায়। তবে মঙ্গলবার দেবের মুখে যে কথাটি আলোচনার কেন্দ্রে তা হল, সুকান্ত মজুমদারের প্রশংসা। মঙ্গলবার বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর হয়ে প্রচারে কুশমন্ডিতে যান দেব। তবে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং রাজ্য় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। 


দেব বলেন, 'আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা বিজেপিতে আছে, তাদের মধ্যে অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় মানুষ সুকান্ত দা কে শুভেচ্ছা.।  মন থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল , কে জিতবে কে হারবে ৪ তারিখ দেখে নেব।' 

অন্যদিকে সুকান্তর মুখেও সেদিন শোনা গেল দেবের প্রশংসা। বললেন, দেব খুব ভাল ছেলে। দেব এরকম বলেছে। বেচারা চাপে পড়েছে। দেবাংশুও আমাকে বলে গেছে লোক ভাল। দেবের ওখানে দেবকে খারাপ বলব না, তৃণমূলকে বলব' । সুকান্ত আরও বলেন, 'দেব খুব ভাল ছেলে, বেকায়দায় পড়ে তৃণমূলের প্রার্থী হয়েছে' 



আরও পড়ুন :      কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?


এই প্রসঙ্গে বুধবার কালিয়াগঞ্জে রোড শো করতে গিয়ে ফের প্রশ্ন করা হয় দেব কে। বললেন, উনি একটা দল করেন, তাই হয়ত ওর কাছে অন্য সব দলই খারাপ। কিন্তু আমার কাছে , দল নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বড় কথা, নিজের কর্মটা । 


সুকান্ত মজুমদার তাঁর জবাব দিয়েছেন। 'সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরক বাস। সুকান্ত মজুমদার এমন একটা দলে রয়েছেন, যেখাবে ৫ বছর সাংসদ থাকার পরও তাঁকে না রাজ্য পুলিশ ডাকতে পেরেছে, না কেন্দ্রীয় এজেন্সি। তৃণমূল কংগ্রেসও একবারও বলতে পারেনি সুকান্ত মজুমদার চোর। আর দেব ভাল ছেলে হওয়া সত্ত্বেও তাঁকে কেন্দ্রীয় এজেন্সি ডাকছে। কেন না অভিযোগ তাঁর সিনেমায় গরু পাচারের টাকা ব্যবহার হয়েছে। তৃণমূল না করলে দেবের মতো সুপারস্টারের বিরুদ্ধে এমনটা অভিযোগ উঠত না' 


এই সৌজন্য কথোপকথনের মধ্যেই খোঁচা দিয়ে পোস্ট করেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'টিএমসির পরাজয় আরও স্পষ্ট , তাদের ঘাটালের প্রার্থী এবং তারকা প্রচারক দীপক অধিকারী বালুরঘাট থেকে তার আসন্ন জয়ের জন্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানিয়েছেন।' 


দেবও থেমে থাকেননি। তিনি মালব্যকে তৎক্ষণাৎ জবাব দেন, 'সুকান্ত দা, একটু তোমার নেতাদের বোঝাও, বাংলা টা শেখাও সৌজন্য কাকে বলে' 


তবে এই প্রসংশা, কটাক্ষর মধ্যে বেঁচে রইল সৌজন্যের রাজনীতি। দেবকে বাড়িতে চা-ও খেতে ডাকলেন সুকান্ত মজুমদার।  






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।