কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) গণনা শুরু হতেই অশান্তি। গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা। ডায়মন্ড হারবারে ফকিরচাঁদ কলেজে বোমাবাজি। বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। গণনা স্থগিতের দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।




গণনা স্থগিতের দাবি: ট্যুইটে শুভেন্দু অধিকারী লেখেন,'গণনার দিনও ডায়মন্ড হারবার মডেল পুরোদমে কার্যকর রয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা জনাদেশ চুরির মরিয়া চেষ্টা চালাচ্ছে। বিজেপি সহ বিরোধী প্রার্থী ও এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। এজেন্টদের ভয় দেখাতে বোমাবাজি, মারধর, এমনকি অপহরণ করা হচ্ছে। ফকিরচাঁদ কলেজ, কেশপুর, গলসি, কাটোয়া সহ একাধিক গণনাকেন্দ্রে বিরোধীরা ঢুকতে পারছেন না। নির্বাচন কমিশন অবিলম্বে গণনা বন্ধ করে বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢোকা নিশ্চিত করুক।' ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 


মনোনয়নপর্ব থেকে ভোটের ফলপ্রকাশের আগের রাত পর্যন্ত, রাজ্যে ভোট হিংসার বলি হয়েছেন ৪০ জন। আর, ভোটেই মৃত্যু হয়েছে ১৯ জনের। ভোটের দিন কোথাও উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি করতে দেখা গেছে। কোথাও মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। রক্ত ঝরেছে। মৃত্যু হয়েছে। সেই ট্রেন্ড বজায় রেখেই ভোট গণনার দিন সকাল থেকেই দিকে দিকে ফের অশান্তির ছিবি। কোথাও বিরোধী কাউন্টিং এজেন্টকে মারধর, কোথাও আবার প্রার্থীকেই অপহরণের অভিযোগ।


এদিন গলসি ১ নম্বর ব্লকে বিরোধী কাউন্টিং এজেন্টদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি সিপিএম এজেন্ট। বারাবনিতে গণনা শুরুর আগে তুমুল উত্তেজনা ছড়ায়। তৃণমূল, বিজেপি বচসা, হাতাহাতি। হাওড়ার ডোমজুড়ের বালি দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যামন্দির গণনা কেন্দ্র থেকে সিপিএম এবং বিজেপি কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ফাটল মাথা। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের উপস্থিতিতেই মারধর করা হয় বলে অভিযোগ।

দক্ষিণ ২৪ পরগনার ফকির চাঁদ কলেজে গণনা ঘিরে উত্তেজনা। গণনাকেন্দ্রের ২ কিলোমিটার দূরে রাস্তা আটকে বোমাবাজি। বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা। প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করায় SFI রাজ্য সভাপতি প্রতীকউর রহমান ও সিপিএম এরিয়া কমিটির সম্পাদক দেবাশিষ ঘোষকে আটক করল পুলিশ। এর প্রতিবাদে পাল্টা ডায়মন্ডহারবার স্টেশন মোড়ে পথ অবরোধ করেন সিপিএম কর্মী, সমর্থকরা।অন্যদিকে  ভোট গণনা শুরুর আগে উত্তর ২৪ পরগনার আমডাঙায় ২ সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে পুলিশ চণ্ডীগড় ও বোদাই গ্রাম পঞ্চায়েতে ওই দুই প্রার্থীকে উদ্ধার করে। গণনা কেন্দ্রের সামনে থেকে দুই সিপিএম প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে একটি গ্রামে আটকে রাখা হয় বলে অভিযোগ। এদের মধ্যে একজন প্রার্থী ভয়ে গণনা কেন্দ্রে যেতে নারাজ। বসে আছেন পার্টি অফিসে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Hair Thinning: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?