কলকাতা: অ্যাডিনো (Adenovirus) আতঙ্কের মধ্যেই বেড সঙ্কট। সরকারি ও বেসরকারি হাসপাতালে বেডের জন্য় হাহাকার। প্রায় সবখানেই ভর্তি পেডিয়াট্রিক ICU। উদ্বেগের মধ্যেই সরকারি হাসপাতালগুলিতে গেলেন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। স্বাস্থ্য ভবনে শিশুরোগ বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করলেন দফতরের আধিকারিকরা।
আতঙ্কের মধ্যেই বেড সঙ্কট: একই বেডে ৩ শিশু, সঙ্গে তাদের মায়েরা। এই অবস্থাতেই চলছে স্য়ালাইন, অক্সিজেন। গাদাগাদি করে বেডে শুয়ে শিশুরা পাশে স্য়ালাইনের বোতল ধরে আছেন তার মা। পেডিয়াট্রিক ICU-র অবস্থাও মারাত্মক। সেখানেও এক বেডে ২ জন করে শিশু। অ্য়াডিনো-আতঙ্কের মধ্যেই ভয়াবহ ছবি ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতালে। এখানে পেডিয়াট্রিক ICU পেডিয়াট্রিক বিভাগ ৩টেই ভর্তি। একটি বেডে কোথাও রাখা হচ্ছে ২ শিশুকে। কোথাও ৩ জনকে। সঙ্গে থাকছে তাদের মায়েরা। এক রোগীর আত্মীয় বলেন, “এক বেডে ৩ জন করে থাকতে হচ্ছে। ৩টে বাচ্চা, ৩ট মা।বাচ্চার অন্য় অসুখের জন্য় এনেছিলাম। এক বেডে রাখল ইনফেকশন হয়ে গেল। আইসিইউতে দিয়ে দিতে হল। আমার বাচ্চার ইনফেকশন ছিল না। হয়ে গেল।’’
চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। শুধু বিসি রায় শিশু হাসপাতালই নয়, কলকাতার প্রায় সব সরকারি হাসপাতালে এমনই বেডের আকাল। ইন্সটিটিউট অফ চাইল্ড হেল্থ, চিত্তরঞ্জন শিশু সদন, মেডিক্য়াল কলেজ,বি সি রায় শিশু হাসপাতালে সমস্ত পেডিয়াট্রিক ICU বা PICU বেড ভর্তি। NRS হাসপাতালে মোট ৩৮টার মধ্য়ে ৩০টি ভর্তি। শিশুরোগ বিশেষজ্ঞ মিহির সরকার বলেন, “ওয়েদার চে়ঞ্জে হতেই পারে। কোভিডের সময় বেরোয়নি। ইমিউনিটি গ্য়াপের কারণে হতে পারে। যে গতিতে আসছিল, তাই আসছে। RS ভাইরাস, ইনফলুয়েঞ্জা সেই সমস্য়ও রয়েছে। শ্বাসকষ্টে সমস্য়াদের হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। অধিকাংশকেই আইসিইউ বেড দিতে হচ্ছে। অনেককেই ভেন্টিলেশনে রাখতে হয়েছে।’’
এই পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। সোমবার বিভিন্ন সরকারি হাসপাতালে গিয়ে পরিস্থিতি ঘুরে দেখেন স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। বি সি রায় শিশু হাসপাতালের ফুলবাগান ও বেলেঘাটা দুই ক্যাম্পাস ও কলকাতা মেডিক্যাল কলেজে যান তিনি। রোগীর চাপ সামলাতে কোভিড কালের মতো জরুরি কিছু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। এদিকে, বিসি রায় শিশু হাসপাতালের ফুলবাগান ক্য়াম্পাসে রোগীর চাপ কিছুটা কমাতে, বেলেঘাটা ক্য়াম্পাসকে যথাযথভাবে ব্য়বহারের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: Adenovirus Update: অ্যাডিনো আতঙ্কে শিশুদের নতুন ওয়ার্ড, অপ্রয়োজনীয় রেফার নয়, একগুচ্ছ নির্দেশিকা স্বাস্থ্যভবনের