কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান :  মুখ্যমন্ত্রী ( CM Mamata Banerjee ) সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বঙ্গ রাজনীতিতে বিতর্কের শীর্ষে দিলীপ ঘোষ ( Dilip Ghosh )।  দলের পাশাপাশি, দিলীপ ঘোষকে শোকজ করেছে নির্বাচন কমিশনও।  ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেও তৃণমূলের বিরুদ্ধে মোটেও সুর নরম করেননি বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এবার দিলীপ ঘোষের রোষের মুখ এক রেল কর্মী। 


বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র তাঁর কাছে নতুন মাঠ। নতুন পিচ বুঝতে প্রতিদিনই সকাল সকাল এলাকা পরিদর্শনে বেরোচ্ছেন । শনিবার বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডে প্রাতর্ভ্রমণে যান  দিলীপ ঘোষ। যোগ দেন চায়ের আড্ডায়। খেলেন ক্রিকেটও। পরে, স্থানীয় এক চিলড্রেন্স পার্কে যান তিনি। সেখানে গিয়ে দেখেন আশেপাশে জমে আছে নোংরা। ঝোপঝাড় চারিদিকে।  পার্কের অপরিষ্কার অবস্থা দেখেই চটে যান এই এলাকার বিজেপি প্রার্থী। পার্কটির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে। সামনে এক রেলকর্মীকে পেয়ে কড়া হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ - ' বাচ্চাদের পার্ককে ডাস্টবিন বানিয়ে রেখেছেন। চব্বিশ ঘণ্টার মধ্যে পরিষ্কার না করলে, ভোট দিতে হবে না, অন্য জায়গায় চলে যাবেন। ' বুঝিয়ে দিলেন, দিলীপ আছেন নিজের মেজাজেই। 


এখানেই থামেননি তিনি। প্রশ্ন করেন, ' সপ্তাহে একদিন পার্ক পরিষ্কার করতে পারেন না? আমি তো ঝগড়া করি না, রেলমন্ত্রীকে টুইট করব। ' কার্যত হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, 'কালকের মধ্যে পার্ক পরিষ্কার না হলে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। এখানে ভোট দিতে পারবেন না। '   


আরও পড়ুন : রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ


এদিন মর্নিং ওয়াকে বেরিয়ে ক্রিকেটও খেলেন দিলীপ ঘোষ। এদিন তিনি প্রতিপক্ষ কীর্তি আজাদকে নিশানা করে বলেন, 'আমি রিটায়ার্ডও নই, টায়ার্ডও নই। যে মাঠে যাই, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি'। বিশ্বকাপ জয়ী কীর্তি আজাদকে ব্যাট হাতেই হুঙ্কার দিলীপ ঘোষের। বর্ধমানে মর্নিং ওয়াকে বেরিয়ে ক্রিকেটও খেললেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। অন্যদিকে, দিলীপ ঘোষকে পাল্টা তোপ দেগেছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদও। বিজেপি নেতাকে লক্ষ্য করে তিনি বলেন,  মোদি বাংলার জন্য কী করেছেন, সেটা আগে বলুন।  


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে