আমদাবাদ: এবারের লোকসভা নির্বাচনে যদি কংগ্রেস জিতে যায়, তাহলে পাকিস্তানে দীপাবলি পালিত হবে। এমনই দাবি করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। মেহসানায় বিজেপি-র ‘বিজয় সঙ্কল্প’ যাত্রার সূচনা করে তিনি বলেছেন, ‘এটা হবে না, তবে ২৩ মে যখন লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে, তখন ভুল করে যদি কংগ্রেস জিতে যায়, তাহলে পাকিস্তানে দীপাবলি পালিত হবে। কারণ, পাকিস্তানের সঙ্গে কংগ্রেসের যোগ আছে। দেশের মানুষ ২৩ মে নরেন্দ্রভাইয়ের (মোদি) জয় নিশ্চিত করবেন। এরপর পাকিস্তানে শোক পালিত হবে।’
পুলওয়ামা জঙ্গি হামলা এবং বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমান হানা নিয়ে স্যাম পিত্রোদার মন্তব্যের তীব্র সমালোচনা করে গুজরাতের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সারা বিশ্ব জানে, পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়। আর রাহুল গাঁধীর শিক্ষক স্যাম পিত্রোদা বলছেন, (পুলওয়ামায় হামলা চালানো) পাঁচ-সাতজন যুবকের জন্য পাকিস্তানকে দায়ী করা ঠিক নয়। কংগ্রেস নেতারা পাকিস্তানের ভাষায় কথা বলেন। বালাকোটে এয়ারস্ট্রাইকের পর সশস্ত্রবাহিনীর প্রধানের কথার বিরোধিতা করে আপনারা কাদের সমর্থন করতে চাইছেন?’
গুজরাতের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘নরেন্দ্রভাই যখন ভারতকে ‘রামরাজ্য’ বানানোর চেষ্টা করছেন, তখন বিরোধী দলগুলি একজোট হয়েছে। কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, মাওবাদী, দুর্নীতিগ্রস্তরা, মমতা, মায়াবতী, অখিলেশ, চন্দ্রবাবুর মতো স্বার্থপররা নরেন্দ্রভাইয়ের বিরুদ্ধে এক হয়েছেন।’
লোকসভা নির্বাচনে কংগ্রেস জিতলে পাকিস্তানে দীপাবলি, দাবি গুজরাতের মুখ্যমন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
25 Mar 2019 12:27 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -