পূর্ব বর্ধমান: কাটোয়ার করোজ গ্রামে তিন তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্রের কোপ। হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, গতকাল, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় তাদের তিন কর্মীর উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম হন দুই তৃণমূল কর্মী।


স্থানীয় সূত্রে খবর, আহতদের গতকাল রাতেই কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, ওই এলাকায় তাদের কোনও সংগঠনই নেই।


সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির ছবি বিভিন্ন জেলায়। বাঁকুড়ার ওন্দায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম ২ মহিলা-সহ চার বিজেপি কর্মী। তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোটের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত ছিল ওন্দার বড়কোলা গ্রাম। অভিযোগ, গতকাল রাতে গ্রামে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মহিলা কর্মীরাও রেহাই পাননি বলে বিজেপির অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, বিজেপির আদি ও নব্যের লড়াইয়ের জেরেই এই ঘটনা।


আবার আলিপুরদুয়ার শহর লাগোয়া মথুরা এলাকায় তৃণমূলের বুথ সভাপতিকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। খুনে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, গতকাল রাত ১টা নাগাদ গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন বুথ সভাপতি দীপক রায়। অভিযোগ, মাঝরাস্তায় গাড়ি আটকে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম তৃণমূল নেতাকে বাবুরহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।


একই ছবি ইংরেজবাজারে। দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ইংরেজবাজারের নেতাজি কলোনি।সংঘর্ষে আহত উভয়পক্ষের ৫ জন। ভোটের পর ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত ছিল নেতাজি কলোনি এলাকা। গতকাল থেকে দফায় দফায় দু’ পক্ষের সংঘর্ষ বাধে।তৃণমূল কর্মীর বাড়ি, দোকান ভাঙচুর করে বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাল্টা বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। পরে র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।