কলকাতা: বেআইনি মুদ্রা বিনিময় আইনের পর এবার সরাসরি আর্থিক তছরুপের মামলা দায়ের। প্রাক্তন সাংসদ তথা কৃষ্ণনগরে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে এবার নতুন মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ মহুয়ার বিরদ্ধে তছরুপের মামলা দায়ের করল ED. আদানিদের নিয়ে সংসদে প্রশ্ন করার জন্য মহুয়া টাকা পেয়েছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে তদন্ত চলছে। সেই আবহেই এবার নয়া মামলা। এর আগে তিন বার মহুয়াকে দিল্লিতে ডেকে পাঠায় ED. নির্বাচনে ব্যস্ত থাকায় কেন্দ্রীয় তদন্তকারীদের সামনে হাজিরা দেননি তিনি। (Cash for Queries Case)
মঙ্গলবার মহুয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে ED. সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তোলার মামলাতেই এই ধারা আনা হয়েছে। প্রবাসী অ্যাকাউন্টে মহুয়ার লেনদেন নিয়ে এর আগে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ED. কিন্তু তদন্তকারীদের সামনে হাজিরা দেননি মহুয়া। যদিও বরাবরই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। সেই আবহেই এবার নয়া মামলা দায়ের হল তাঁর বিরুদ্ধে।
এর আগে, মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-ও। লোকপালের দুর্নীতি দমন বিভাগের নির্দেশে ওই মামলা দায়ের করা হয়। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে আদানিদের নিয়ে প্রশ্ন করার অভিযোগ এনেছিলেন। সেই নিয়ে CBI-কে তদন্তের নির্দেশ দেয় লোকপাল। ছ’মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়। গত বছর ‘অসংসদীয় আচরণে’র জন্য মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন: India China Conflict: অরুণাচলের পাহাড়, নদী, বসতি এলাকার নয়া নামকরণ চিনের, প্রতিবাদ জানাল ভারত
ED-র দায়ের করা নতুন মামলা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি মহুয়া। তবে এর আগে, প্রচার চলাকালীন যখন তাঁর বাড়িতে এবং দফতরে হানা দেয় CBI, সেই নিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে চিঠি লেখেন তিনি। নির্বাচনী আচরণ বিধি কার্যকর হওয়ার পর বেছে বেছে বিরোধী শিবিরের নেতা-নেত্রীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, নির্বাচনী আদর্শ আচরণ বিধি জারির পর তদব্তকারী সংস্থাগুলির কী করা উচিত, আর কী করা উচিত নয়, সেই নিয়ে নির্দেশিকা জারির আবেদনও জানান তিনি।
সংসদে জ্বালাময়ী ভাষণের জন্যই পরিচিত মহুয়া। বার বার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। মোদি সরকার আদানিদের বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছেন বলেও সরব হন তিনি। সেই নিয়েই মহুয়াকে কাঠগড়ায় তোলা হয়। ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে টাকা এবং দামি উপহারের বিনিময়ে মহুয়া আদানিদের নিয়ে সংসদে প্রশ্ন করেছেন বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত। সংসদের নীতি কমিটির সামনে সেই নিয়ে শুনানিও হয়। কিন্তু সেখানে তাঁকে একান্ত ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, শআলীনতার সীমা লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ তোলেন মহুয়া।