পুরুলিয়া: ফের চাকরি বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee Purulia Meeting)। পুরুলিয়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, 'চাকরি খেয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী। আমার ১০ লক্ষ চাকরি রেডি রয়েছে। সিপিএম, বিজেপি মামলা করে আটকে দিচ্ছে।' এদিন যখন সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এসএসসি ১৯ হাজার চাকরিপ্রাপককে অবশেষে যোগ্য বলে মেনেছে, তখনই অন্য দিকে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রীর জোরাল আক্রমণ।
মুখ্যমন্ত্রীর আক্রমণ...
মঙ্গলবার কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। বলেন, 'ছেলে-মেয়েরা চাকরি করলে চাকরি খেয়ে নাও। মানুষ খেকো বাঘ নাম শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? যা তা করে বেড়াচ্ছে।' তাঁর মতে, 'ছেলে-মেয়েদের চাকরি খেয়ে নিল, শিক্ষক-শিক্ষিকাদের। আর ভোটের আগে বলছে, না না আমরা চেষ্টা করব। কী করবে? তোমাদের CBI তো রিপোর্ট দিয়েছে। তুমি তো CBI-কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে-মেয়েগুলোর নামে যারা যোগ্য়, তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছ। আমার ১০ লক্ষ চাকরি তৈরি আছে। শুধু বিজেপি আর সিপিএমের লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে PIL করছে। আর ওরা PIL করলেই ব্য়স হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল।'
ঘটনাচক্রে, পুরুলিয়ার জনসভায় যখন চাকরি নিয়ে এমন ভাবে মুখ্যমন্ত্রী সুর চড়ালেন, তখনই সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ মামলার শুনানি ঘিরে হইচই পড়ে যায়। মঙ্গলবারের শুনানিতে এসএসসি জানায়, ৮ হাজার ৩২৪ জনের নিয়োগ অবৈধ। 'কীসের ভিত্তিতে যোগ্য-অযোগ্যদের বিভাজন?', এসএসসির কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট। 'নাইসার কাছে থাকা তথ্যের ভিত্তিতেই অযোগ্যদের তালিকা', যোগ্য-অযোগ্যদের বিভাজন নিয়ে দাবি স্কুল সার্ভিস কমিশনের। হাইকোর্টের কোনও রায়েই এই মুহূর্তে স্থগিতাদেশ নয়, শেষ পর্যন্ত যা জানা গিয়েছে তাতে এটিই স্পষ্ট।
আর যা বললেন মমতা...
শুধু চাকরি নয়, এদিন সিএএ নিয়েও ফের মোদি-সরকারকে একহাত নিতে শোনা যায় নরেন্দ্র মোদিকে। তাঁর সতর্কবার্তা, 'এবার এলে সর্বনাশ করে দেবে। কেউ বাইরে থাকতে পারবেন না। এনআরসি করেছে। সিএএ করেছে। আপনি যেই আবেদন করবেন, বিদেশি হয়ে গেলেন। আরেকটা আইন নিয়ে এসেছে, ইউনিফর্ম সিভিল কোড। দেশ কেউ থাকবে না। উনি একা থাকবেন। উনি একা থেকে সত্য়কে শেষ করে দেবেন।'
আরও পড়ুন:এবার ভোটে কত আসন পাবে তৃণমূল ? নদিয়া থেকে ভবিষ্যৎবাণী মোদির