কলকাতা: 'এই অর্ডার বেআইনি অর্ডার। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করছি', রায়গঞ্জের চাকুলিয়ার জনসভায় এসএসসি নিয়োগ মামলায় কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee On Job Scam Verdict)। এদিন সকালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সঙ্গে জানায়, ৪ সপ্তাহের মধ্যে বেতনের অর্থ ফেরত দিতে হবে। এদিন সেই নিয়েও তুমুল সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। 


আরও যা...
মুখ্যমন্ত্রী বলেন, 'আমরাও লড়ে যাব। যাঁদের কথা বলা হয়েছে, চাকরি বাতিল হল, তাঁরা চিন্ত করবেন না। হতাশ হবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না। যত দূর লড়াই করার, আমরা করব।' এদিন বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলনেত্রী। নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টানেন তৃণমূলনেত্রী। বলেন, 'দেখলেন না, একজন বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেলেন। এটা তাঁর অর্ডার ছিল। সুপ্রিম কোর্ট সেই নির্দেশ সরিয়ে দিয়ে বলেছিল, নতুন ডিভিশন বেঞ্চ তৈরি করতে। কিন্তু কাকে নিয়ে ডিভিশন বেঞ্চ করবেন? বিচারের বাণী নীরবে, নিভৃতে কাঁদে।' তবে একই সঙ্গে মমতার দাবি, তিনি বিচারপতিদের সমালোচনা করছেন না, রায়ের সমালোচনা করছেন। সেই প্রসঙ্গেই হুঙ্কার, 'রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। কারণ ২৬ হাজার ছেলেমেয়ে মানে প্রায় দেড়-২ লক্ষ পরিবার। ৮ বছর চাকরি করেছে, ৪ সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। এটা কি সম্ভব?' শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বার বার বলেন, 'বিপদে পড়লে আর কেউ না থাকুক, আমি আছি।' সঙ্গে জানান, আরও ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি রয়েছে। 


রায় নিয়ে...
এদিনের ঐতিহাসিক রায়ে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দ্বাদশের ২০১৬ সালের প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলা হয়েছে, মেয়াদ উত্তীর্ণদের ৪ সপ্তাহের মধ্য়ে বেতন ফেরত দিতে হবে। এখানেই শেষ নয়। সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত জারি রাখবে সিবিআই। যাঁকে প্রয়োজন, তাঁকেই হেফাজতেও নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে একই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতেও এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য ২৩ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট পুনর্মূল্যায়ন করতে বলেছে হাইকোর্ট। সব মিলিয়ে ভোটের মধ্যে বড়সড় ধাক্কা খেল রাজ্য, এমনই মত সংশ্লিষ্ট মহলের।


 


আরও পড়ুন:'এতদিন বাঘিনী, ভোট হয়ে গেলেই বিড়াল' মুখ্যমন্ত্রীকে কেন এমন কটাক্ষ দিলীপের ?


    


 


Education Loan Information:

Calculate Education Loan EMI