কলকাতা: ২০০-র বেশি আসনে জিতছে তৃণমূল। এই ট্রেন্ড সামনে আসতেই প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য দলের প্রধান, শুভেচ্ছা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল নিজের ট্যুইটার হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি লিখেছেন, অনেক শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে। অত্যন্ত কঠিন লড়াই ছিল। পশ্চিমবঙ্গবাসীকেও আমার শুভেচ্ছা রইল।
মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারও। তিনি লিখেছেন, শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়। অভাবনীয় জয়। মানুষের জন্য আপনি যেভাবে কাজ করছেন সেটাই আগামীদিনে বজায় থাকুক। একইসঙ্গে মহামারীর মোকাবিলাও করুন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে ট্যুইট মেহবুবা মুফতির। পিডিপি নেত্রী মেহবুবা মুফতির লেখেন, বিভেদকামী শক্তিকে প্রত্যাখ্যান করার জন্য বাংলার মানুষকে কুর্নিশ।
বাংলার মমতাময়ী জনতাকে কোটি কোটি শুভেচ্ছা। দেশ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। এই অবস্থায় মমতার ওপরেই ভরসা রাখলেন বাংলার মানুষ। এই জয় দৃঢ় ও কৌশলী নেতৃত্বের জয়’, ট্যুইটে শুভেচ্ছা তেজস্বী যাদবের।
তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা জানিয়ে ট্যুইট করেন নরেন্দ্র মোদিও। তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গে জয়ের জন্য মমতা দিদি ও তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা। মানুষের প্রত্যাশা পূরণে ও করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্র রাজ্য সরকারকে সবরকম সাহায্য করা জারি রাখবে।'
তিনি আরও একটি ট্যুইট করে লেখেন, 'কার্যত নগণ্য উপস্থিতির একটি দলকে যেভাবে উল্লেখযোগ্যভাবে উপস্থিতি জানাত দিতে সাহায্য করার জন্য বাংলার সমস্ত ভাই-বোনদের ধন্যবাদ জানাতে চাইব। বিজেপি মানুষের হয়ে কাজ করা জারি রাখবে। দলের সমস্ত কার্যকর্তা যেভাবে লড়াই করেছেন, তাদের সকলকে অভিনন্দন জানাতে চাইব।'
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বারাবনি কেন্দ্রে জয়ী তৃণমূল। ২২ হাজার ৫০০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে জয়ী বিদেশ বসু। বিজেপি প্রার্থীকে হারালেন ১৭ হাজার ২১২ ভোটে। হাওড়ার শিবপুরে জয়ী তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি। ৩২ হাজার ৩৩৯ ভোটে জয়ী মনোজ তিওয়ারি। উদয়নারায়ণপুরে জয়ী তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। ১৪ হাজার ৩১১ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। জামুড়িয়ায় জয়ী তৃণমূল প্রার্থী হরেরাম সিংহ। ৭ হাজার ৭৬৯ ভোটে জয়ী তৃণমূল। হাওড়া উত্তরে জয়ী তৃণমূল। ৫ হাজার ৬৮১ ভোটে জয়ী তৃণমূল। বজবজে তৃণমূল প্রার্থী অশোক দেব ৪৫ হাজারেরও বেশি ভোটে জয়ী। বরানগরে তৃণমূল প্রার্থী তাপস রায় ১৫ হাজার ৬১৯ ভোটে এগিয়ে।