শিলিগুড়ি : উত্তরবঙ্গের ভিত অনেকটাই মজবুত বিজেপির। এই তত্ত্বের সঙ্গে তাল মিলিয়ে এখনও পর্যন্ত অনেক আসনেই এগিয়ে গেরুয়া শিবির। এর মধ্যে উল্লেখযোগ্য তিন কেন্দ্র অবশ্যই- শিলিগুড়ি, দিনহাটা ও ডাবগ্রাম-ফুলবাড়ি। এখনও পর্যন্ত গণনা অনুযায়ী, এই তিনটি নজরকাড়া কেন্দ্রেই এগিয়ে আছেন বিজেপি প্রার্থীরা। শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যকে মাত দিচ্ছেন তাঁর একসময়ের ছায়াসঙ্গী শঙ্কর ঘোষ। দিনহাটায় এগিয়ে বিজেপির নিশীথ প্রামাণিক। তবে শেষ হাসি কে হাসবেন তা বলবে সময়।
ভোটের আগে আগেই সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন শিলিগুড়ির প্রাক্তন বাম নেতা শঙ্কর ঘোষ। এবার সেই শঙ্করকেই শিলিগুড়ি আসন থেকে প্রার্থী করে বিজেপি। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। তৃণমূল প্রার্থী রয়েছেন ওমপ্রকাশ মিশ্র। এখনও পর্যন্ত গণনা অনুযায়ী এখানে এগিয়ে শঙ্কর। তৃতীয় রাউন্ড শেষে তিনি ১১ হাজার ভোটে এগিয়ে তিনি।
এদিকে কিছুক্ষণ আগে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় অশোক বলেন, সারা রাজ্যেই বামেদের বিপর্যয় হয়েছে। কারণ ব্যাখ্যা দলের তরফে দেওয়া হবে।
ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রটি নজরকাড়া, কারণ এখানের তৃণমূল প্রার্থী গৌতম দেব। দলের অন্যতম শীর্ষনেতা, যাঁর উপর উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠন অনেকটাই নির্ভরশীল। সেই গৌতম দেবই এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছেন। এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী।
দিনহাটায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে পিছনে ফেলে দিয়েছেন। প্রসঙ্গত, প্রথম দফার ভোটের তিনদিন আগে বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে বিজেপি (BJP) নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয় দিনহাটায়। আর তা ঘিরেই আগুন জ্বলে। দেহ উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। পাল্টা লাঠি চালায় পুলিশ।
এছাড়া যে শীতলকুচিতে ভোট-পর্বে কেন্দ্রীয়বাহিনীর গুলিতে চার তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল, সেই কেন্দ্রে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বরেণচন্দ্র বর্মণ। পিছনে পড়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়।