কলকাতা : তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করতে চলেছে তৃণমূল । মুখ্যমন্ত্রীর পদে হ্যাটট্রিক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'সোনার বাংলা' গড়ার স্বপ্ন অধরাই রয়ে গেল বিজেপির। তবুও ব্যাকফুটে থেকেই মাইলফলক ছুঁয়ে ফেলার কথা বলল বিজেপি, বিকেলে সাংবাদিক বৈঠকে। বিজেপির পক্ষ থেকে নেতা জয়প্রকাশ মজুমদার বললেন, বিজেপি প্রধান বিরোধী দল হওয়ার মাইলস্টোন ছুঁয়ে ফেলল।
তৃণমূল কংগ্রেসকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সেই সঙ্গে মানুষের রায়কে মাথা পেতে নিল বিজেপি। স্বীকার করল, মানুষের কাছে হয়ত সঠিক বার্তা দিতে পারেননি তারা। আত্মসমীক্ষা ও ভুল সংশোধন করবে দল, বার্তা দিল বিজেপি। জয়প্রকাশ জানালেন, ' এই নির্বাচনে যে জয় তৃণমূল পেয়েছে আমরা তা
ছোট করে দেখছি না । এই বিধানসভা নির্বাচনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি একটি মাইলফলকে পৌঁছতে পেরেছে, তা বিধানসভায় বিরোধীদলের ভূমিকা পালনের ।'
সেই সঙ্গে জয়প্রকাশ জানান, ' আমাদের ইচ্ছে ছিল এখানে ক্ষমতায় আসার। কিন্তু তা সম্ভব হল না। কিন্তু বিরোধীদলের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা নিতে পারব '
আগামীদিনে রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দিল বিজেপি। জয়প্রকাশ বলেন, '' সামনের দিনে পশ্চিমবঙ্গে একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা আমরা পালন করব । মানুষের কল্যাণে যেসব পদক্ষেপ সরকার গ্রহণ করবে, তাতে আমরা সহযোগিতা করব । আগামী দিনে করোনা যুদ্ধে আমরা সরকারের সঙ্গে থাকব। রাজ্য সরকার কেন্দ্র সরকার একযোগে সকলে একত্রে সামিল হব কাজে। ''
সেই সঙ্গে ভবিষ্যতে আত্মসমীক্ষার বার্তা দিল বিজেপি। বলা হল, '' আজকের এই ফলের জন্য আমরা জনসাধারণের কোনও ত্রুটি দেখছি না । এই ত্রুটি আমাদের । আমরা হয়তো মানুষের কাছে বার্তা নিয়ে পৌঁছতে পারিনি।''
এছাড়াও তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতি এখন তৃণমূল এবং বিজেপি এই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বাকিরা ধুয়ে মুছে গেছে। এই নির্বাচনে কংগ্রেস , সিপিএম অবলুপ্ত হয়ে গেছে বলে মন্তব্য করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।
... .. .. .. ..
BJP Press Conference: '' দায়িত্বশীল বিরোধীপক্ষ হবে বিজেপি '' , করোনা কালে সহযোগিতার আশ্বাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 May 2021 07:07 PM (IST)
তৃণমূল কংগ্রেসকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সেই সঙ্গে মানুষের রায়কে মাথা পেতে নিল বিজেপি। স্বীকার করল, মানুষের কাছে হয়ত সঠিক বার্তা দিতে পারেননি তারা। আত্মসমীক্ষা ও ভুল সংশোধন করবে দল, বার্তা দিল বিজেপি।
BJP Press Conference: '' দায়িত্বশীল বিরোধীপক্ষ হবে বিজেপি '' , করোনা কালে সহযোগিতার আশ্বাস
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
02 May 2021 07:06 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -