দিল্লি: বিজেপিকে নিয়ে করা ভবিষ্যৎ বাণী মিলে গিয়েছে। গণনার দিন চালেঞ্জ জিতেও পেশায় থাকছেন না। তাঁর কথা মিলে গেলেও রবিবার গণনার দিনই ভোট কৌশলীর কাজ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন পিকে। একটি সংবাদমাধ্যমকে প্রশান্ত কিশোর জানিয়েছেন, 'আমি যেই কাজ করছি তা আর চালিয়ে যেতে চাই না। যথেষ্ট কাজ করেছি। এখন সময় এসেছে বিরতি নেওয়ার এবং জীবনে অন্য কিছু করার। আমি এই জায়গাটি ছাড়তে চাই।'



২০২০ সালের ২১ ডিসেম্বর প্রশান্ত কিশোর টুইট লিখেছিলেন,'বাস্তবে দুই সংখ্যা পার করতে কসরত করতে হবে বিজেপিকে। টুইটটি সেভ করে রাখুন। এর চেয়ে বেশি আসন পেলে পেশা ছেড়ে দেব।' রবিবার প্রশান্ত কিশোরের ভবিষ্যবাণী ফলতেই পুরনো টুইট পিন টু টপ করে রাখলেন প্রশান্ত কিশোর।আবারও মনে করালেন পুরনো কথা। 


বলার অপেক্ষা রাখে না, চ্যালেঞ্জ জিতে গিয়েছেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তবু কেন এই পেশায় আর থাকতে চান না সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি। তাহলে কি তিনি ফের রাজনীতিতে যোগ দেবেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি একজন ব্যর্থ রাজনীতিবিদ। আমাকে ফিরে যেতে হবে এবং আমাকে কী করতে হবে তা দেখতে হবে।' খোস মেজাজে তিনি বলেন অসমে পরিবারের কাছেই ফিরে যাবেন তিনি। চা-বাগানের কাজ করবেন বলেও বলেন তিনি। 


দুপুর থেকেই জয়ের ইঙ্গিত আসতে শুরু করে। তবে লড়াই যে সহজ ছিল না তা আরও একবার মনে করালেন প্রশান্ত কিশোর। সাক্ষাৎকারে তিনি, বললেন, 'আমদের নারকীয় অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। নির্বাচন কমিশন আমাদের প্রচারে যথেষ্ট বাধা দিয়ে গিয়েছে।' 


উল্লেখ্য, বাংলার মসনদ দখলের লড়াইয়ে শুরু থেকেই তৎপর ছিল বিজেপি। ২০০-র বেশি আসনে জয়ী হওয়া নিয়ে আশাবাদীও ছিলেন তাঁরা। তবে খেলা ঘুরে গিয়ে ১০০টি আসনও কুড়িয়ে আনতে পারল না পদ্ম শিবির। বিকেল ৫টার হিসেবেও তৃণমূলের ঝুলিতে যখন ২১০টি আসন। তখনও ৮০-তেই আটকে বিজেপি।