কলকাতা : নন্দীগ্রামে পুনর্বার ভোট গণনা হোক, দল চাইছে। এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাত্কারে বললেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, '' বারবার ডাটা দিয়েও বদল করা হয়েছে। এর মধ্যে কিছু একটা গন্ডগোলের আভাস পাচ্ছে তাঁর দল। তাই নন্দীগ্রামে আরও একবার ভোট গণনা করা হোক, চাইছে তৃণমূল। সেই সঙ্গে তিনি জানালেন, যদিও যেখানে ২২১ টা আসন তাঁর দলের, শুধু নন্দীগ্রাম নিয়ে কিছু আসা যায় না। পরে যে কোনও আসন থেকে তিনি জিতে আসতে পারেন। '' 




নন্দীগ্রামে মমতা  বন্দ্যোপাধ্যায় জিতেছেন না হেরেছেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি সন্ধেতেও। সংবাদসংস্থা ANI একসময় জানিয়ে দেয় শুভেন্দু অধিকারীকে হারিয়ে নন্দীগ্রামে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২০০ ভোটের ব্যবধানে। পরে সময় আর একটু গড়াতে জানা যায়, হেরে গিয়েছেন তিনি। ১৭৩৬ ভোটে। তবে নির্বাচন কমিশন থেকে এখনও এব্যাপারে কিছু জানানো হয়নি।


 


এরপরই এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাতকারে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নন্দীগ্রামে পুনর্বার গণনা চাইছে তাঁর দল। কারণ বারবার বিভিন্ন সংখ্যা দিয়েও বদলানো হয়েছে। মাঝখানে সার্ভার বসে যাওয়ার কারণে সঠিক ডাটাও ওয়েবসাইটে দেখা যায়নি বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই আবার ভোট গণনার দাবি জানাতে পারে তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, সারা বাংলা যেখানে একরকম রায় দিচ্ছে, সেখানে নন্দীগ্রামে অন্যরকম হয় কীভাবে? কাঁথিতেও মানুষ তৃণমূলকে ভোট দিল আর নন্দীগ্রামে দিল না ? সার্ভার বসিয়ে দিয়ে গন্ডগোল পাকানো হয়েছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটিং মেশিনেও কারিকুরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

 যদিও আগাগোড়া  মুখ্যমন্ত্রীকে এতটুকুও বিমর্ষ মনে হয়নি । তিনি বলেন ২২১ তাঁর লাকি নাম্বার, সেটাই ছিল তাঁর টার্গেট। তিনি বলেন, তাঁর জয়ে বাংলার মা-বোনেদের মুখে হাসি ফুটতে দেখেছেন তিনি। তিনি দেখেছেন বাংলার মানুষ কীভাবে খেলা হবে আর জয় বাংলা স্লোগানকে ভালবেসেছে।  সেই সঙ্গে তিনি বলেন, ' আমরা যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছি, সেগুলি পালন করব । এই জয়ে মানুষের কাছে আমরা কৃতজ্ঞ । বাংলা ভারতকে বাঁচিয়েছে। ভারতবর্ষে বিজেপির ধস নেমেছে বাংলায়। '

সেই সঙ্গে তাঁর অভিযোগ, যেকটি আসন বিজেপি পেয়েছে তা ইলেকশন কমিশনের জন্যই পেয়েছে । কেন্দ্রীয় বাহিনীর প্রতি ফের অত্যাচারের অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন নন্দীগ্রামে ওরা ভোটই করতে দেয়নি ।