কলকাতা: বাংলায় হ্যাটট্রিক করতে চলেছে তৃণমূল। শেষ পাওয়া ট্রেন্ড তেমনই ইঙ্গিত দিচ্ছে। আর তৃণমূলের এই জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাহবা দিচ্ছেন বিরোধীরা। তৃণমূলের জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরাও।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি লেখেন, বাংলা জয়ের জন্য দিদিকে অভিনন্দন। মুখ্যমন্ত্রী পদে পরবর্তী মেয়াদের জন্য শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে।
রাজনাথের পর মমতাকে অভিনন্দন জানিয়ে ট্যুইট নির্মলা সীতারমণ। বিধানসভা নির্বাচনে জয়ের জন্য দিদিকে অভিনন্দন। পরের মেয়াদের জন্য দিদিকে অভিনন্দন, ট্যুইট কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
ইতিমধ্যেই ভবানীপুরে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির রুদ্রনীল ঘোষকে হারালেন ২৯ হাজারের বেশি ভোটে। এন্টালিতে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা জিতলেন ৫৮ হাজারেরও বেশি ভোটে। হাবড়ায় ৩ হাজার ৮৪১ ভোটে জয়ী জ্যোতিপ্রিয় মল্লিক। পাণ্ডবেশ্বরে হারলেন বিজেপির জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল প্রার্থী নরেন চক্রবর্তী জয়ী ২ হাজার ৫০০ ভোটে।
শালবনিতে হারলেন সুশান্ত ঘোষ। তৃণমূলের শ্রীকান্ত মাহাতো জয়ী ৩২ হাজারেরও বেশি ভোটে। কসবা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী জাভেদ খান। ৬৩ হাজারেরও বেশি ভোটে জয়ী জাভেদ। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ জয়ী। ৩৪ হাজারেরও বেশি ভোটে জয়ী অতীন ঘোষ। রাসবিহারী কেন্দ্রে দেবাশিস কুমার জয়ী ২১ হাজারের বেশি ভোটে। হিঙ্গলগঞ্জে তৃণমূলের দেবেশ মণ্ডল ২৪ হাজারের বেশি ভোটে জয়ী। সপ্তগ্রামে তৃণমূলের তপন দাশগুপ্ত জয়ী ১০ হাজার ১০০ ভোটে। বলাগড়ের তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারি ৭৫ হাজারের বেশি ভোটে জয়ী। চন্দননগরে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন জয়ী। চুঁচুড়ায় হারলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। জয়ী তৃণমূলের অসিত মজুমদার।
নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গী কেন্দ্র থেকে ৪৫ হাজারেরও বেশি ভোটে জয়ী। জোড়াসাঁকো কেন্দ্রে তৃণমূলের বিবেক গুপ্ত জয়ী ২ হাজার ৬৬৬ ভোটে। বেলেঘাটা কেন্দ্রে জয়ী তৃণমূলের পরেশ পাল। রাজারহাট-গোপালপুরে হারলেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। ২৪ হাজার ৫০০ ভোটে জয়ী তৃণমূলের অদিতি মুন্সি। বিধাননগরে ৭ হাজার ৫০০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুজিত বসু। স্বরূপনগরে তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল জয়ী ৩৪ হাজারের বেশি ভোটে। আসানসোল উত্তরে ২১ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূলের মলয় ঘটক