দুপুর পর্যন্ত যেই হিসেব সামনে এসেছে তাতে ২০২ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। এখনও পর্যন্ত ১০০-র ঘরও পার করতে পারেনি। ট্রেন্ডের নিরিখে ৫০ শতাংশের ওপরে আসন নিয়ে জয়ের ইঙ্গিত দিচ্ছে তৃণমূল। যদিও এখনও বেশ কয়েকটি রাউন্ডের গণনা বাকি কয়েছে। প্রতিটি রাউন্ডে রীতিমতো চিন্তার পারদ ওঠানামা করছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে টানটান উত্তেজনা রাজ্যজুড়ে। 


ইতিমধ্যেই বেশ কিছু আসনে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। জয়ের তালিকায় তৃণমূলের হরেরাম সিংহ, মনোজ তিওয়ারি, বিজেপর অজয় পোদ্দার-সহ বেশ কিছু নাম উঠে এসেছে।  


অন্যদিকে শুরু থেকেই বিজেপির টার্গেট ছিল বাংলা। ২৯৪ আসনে প্রচারের খামতি রাখেননি। বাংলায় কার্যত ডেইলি প্যাসেঞ্জারি করেছেন কেন্দ্রের শীর্ষ নেতৃত্বরা। তবু বোধহয় শেষ রক্ষা হল না।  দুপুর ১.৩০ অবধিও দুই অঙ্করও পার করতে পারেনি বিজেপি। আপাতত ৮৭ আসনে আটকে বিজেপি।


২০২১-এ কার দখলে যেতে চলেছে নীল বাড়ি? তৃতীয়বার জন্য ফের কী ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল?  জল্পনার অবসান ঘটিয়ে আর কিছুক্ষণের ঘোষণা হতে চলেছে বিধানসভা নির্বাচনের ফল। সকাল ৮টা থেকে রাজ্যের মোট ১০৮টি কাউন্টিং সেন্টারে শুরু হবে ভোট গণনা।


প্রথমে গোনা হয়েছে পোস্টাল ব্যালট ও পরে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় ইভিএমের গণনা। গণনাকেন্দ্রগুলিতে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। মোতায়েন রয়েছে ২৪২ কোম্পানি বাহিনী। করোনা আবহে প্রতিটি গণনাকেন্দ্রেই নজর রাখা হয়েছে স্বাস্থ্যবিধির ওপরেও। অন্যদিকে, এ রাজ্যের পাশাপাশি আজই ঘোষণা হবে অসম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরলের বিধানসভা নির্বাচনের ফলও।


যদিও জয়ের ইঙ্গিত পেতেই রাস্তায় নেমে পড়েছন তৃণমূলের কর্মী সমর্থকরা।