কলকাতা:  "এবারের জয় আনন্দের জয় নয়, হই হই করার জয় নয়, এবারের জয় দায়িত্বের, কর্তব্য়ের।" নির্বাচনের ফলাফল ঘোষণার দিন প্রত্যয়ী কলকাতা বন্দরের তৃণমূল (TMC) প্রার্থী ফিরহাদ হাকিম। তিনি জয় নিয়ে নিশ্চিত। তবে তাঁর কথায়, "কোনও টেনশন নেই, মানুষের হয়ে কাজ করেছি, মানুষ তাঁর মতামত দিয়েছে। আজ ফল পাব। আমার সরকারেরও চিন্তা নেই। ধর্ম, বর্ণ, জাতির ভিত্তিতে অন্যান্য রাজ্যে যে ভোট হয়, বাংলায় তা হবে না।" 


দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বাংলায় ক্ষমতায় ফিরবে তৃণমূল। রবিবার সকালে এও স্পষ্ট করেছেন ফিরহাদ। তাঁর কথায়, "জয় শুধুমাত্র আনন্দের জয় নয়, হই হই-এর জয় নয়, তার সঙ্গে এবার অনেক বাড়তি দায়িত্বে জড়িয়ে থাকবেন। সামনের রাস্তা খুবই খারাপ। পরিস্থিতি যা, তাতে আবার রাজ্যকে আগের জায়গায় ফেরাতে হবে।"


রবিবার সকালে এবিপি আনন্দকে তিনি বলেন, "হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, অনেক কাজ বাকি, আমি ইতিমধ্যেই জায়গায় জায়গায় ঘুরতে শুরু করেছি। কাজ করছি। গতকালও সেফ হোম, হাসপাতালগুলোতে ঘুরেছি। আরও সেফহোম কোথায় কোথায় বানানো যায় তা দেখা হচ্ছে। "


তবে মহামারী পরিস্থিতিতে রবিবার সকালেও হতাশার সুর শোনা গেল ফিরহাদের গলায়। জানালেন "এমনকি আমার নিকট অনেকেই মারা গিয়েছেন, যাঁরা আমায় ভোট দিয়েছিলেন তাঁদের অনেকেই আজ নেই। এই অবস্থায় আজ কোনও বিজয় মিছিল নয়, উল্লাসের মানসিকা আজ নেই।" 


উল্লেখ্য ইতিমধ্যেই প্রথম রাউন্ডের পোস্টাল ব্যালট গোনা শুরু হয়েছে। সাড়ে ৯টায় পাওয়া খবর অনুযায়ী কলকাতা বন্দরে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম।


উল্লেখ্য, আজ বিধানসভা নির্বাচনের ভোটের ফল ঘোষণা। কার দখলে থাকবে নীল বাড়ি? তৃতীয়বার ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল না কি প্রথমবার নবান্ন দখল করবে বিজেপি? কতটা প্রভাব ফেলবে সংযুক্ত মোর্চা? আজই ভাগ্য বিচার। রাজ্যে মোট গণনাকেন্দ্র ১০৮। গণনাকেন্দ্রগুলির বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। নিরাপত্তায় মোতায়েন রয়েছে ২৪২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভোট গণনার প্রস্তুতি।