কলকাতা: বিধানসভা নির্বাচনে সকলের নজর ছিল নন্দীগ্রামে। কারণ, সেখানে যুযুধান দুই হেভিওয়েট প্রার্থী। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। যিনি একসময় মমতার আস্থাভাজন ছিলেন এবং ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।


তবে প্রথম দুই রাউন্ড গণনার শেষে উদ্বেগ তৃণমূল শিবিরে। কারণ শুভেন্দুর চেয়ে ৩ হাজার ৪৬০ ভোটে পিছিয়ে মমতা। নন্দীগ্রামে দ্বিতীয় রাউন্ড শেষেও এগিয়ে রয়েছেন শুভেন্দু, পিছিয়ে মমতা। এখনও ১৫ রাউন্ড গণনা হবে।


কার দখলে যেতে চলেছে নীল বাড়ি? তৃতীয়বার জন্য ফের কি ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল? নাকি, নবান্ন দখল করবে বিজেপি? কতটা প্রভাব ফেলবে সংযুক্ত মোর্চা? জল্পনার অবসান ঘটিয়ে আজই ঘোষণা হতে চলেছে বিধানসভা নির্বাচনের ফল। সকাল ৮টা থেকে রাজ্যের মোট ১০৮টি কাউন্টিং সেন্টারে শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট ও পরে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে ইভিএমের গণনা। গণনাকেন্দ্রগুলিতে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। মোতায়েন রয়েছে ২৪২ কোম্পানি বাহিনী। করোনা আবহে প্রতিটি গণনাকেন্দ্রেই নজর রাখা হয়েছে স্বাস্থ্যবিধির ওপরেও। অন্যদিকে, এ রাজ্যের পাশাপাশি আজই ঘোষণা হবে অসম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরলের বিধানসভা নির্বাচনের ফলও।


এদিকে, ভোটের ফলের আগে বেলেঘাটায় বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে বোমাবাজি। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, ভোটের আগের দিন থেকেই এলাকার বিজেপি সমর্থক পরিবারগুলোকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল রাতে তৃণমূল আশ্রিত জনা কয়েকজন দুষ্কৃতী বাইকে চড়ে এসে বোমাবাজি করে। রাতেই ঘটনাস্থলে যায় বেলেঘাটা থানার পুলিশ। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।