কলকাতা: কোথাও 'ভুয়ো ভোটার (Fake Voter Identified)', কোথাও আবার 'এজেন্ট'-ই ভুয়ো (Fake Agent Identified)। দেখা মিলল বহিরাগতদেরও। সপ্তম দফার ভোটেও (Elections 2024 Phase 7) এমনই নানা ঘটনার ঘনঘটা বঙ্গে। 


কোথায় কী?
বরানগরের রবীন্দ্র ভবনের কথাই ধরা যাক। সেখানে এদিন এক ভুয়ো ভোটারকে তাড়া করেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। ইএম বাইপাসে আবার বহিরাগতদের তাড়া করার খবর শোনা যায়। তাড়া করেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে। এখানেই শেষ নয়। বেলা একটু গড়াতেই, পিকনিক গার্ডেনে বুথের ভিতর হাতেনাতে ভুয়ো এজেন্ট ধরার অভিযোগ করেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা হালিম। তার আগেই অবশ্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ঘটনার কথা সংবাদমাধ্যমে তোলপাড় ফেলেছে। সেখানকার সিপিএম প্রার্থী প্রতীক-উর রহমান অভিযোগ করেন,  স্থানীয় তৃণমূল নেতাই সিপিএম এজেন্ট সেজে বুথে বসেছেন। ঘটনাটি ঘটেছে আটকৃষ্ণ রামপুর গ্রামের ঘটনা। সিপিএম প্রার্থীর অভিযোগ, তাঁর এজেন্ট সোমনাথ বাগ গতকাল আক্রান্ত হন। সেই কারণে আজ সকালে বুথে আসতে দেরি হয়। সেই সুযোগে সিপিএমের এজেন্ট সেজে বুথে বসে পড়েন স্থানীয় তৃণমূল নেতা বিশ্বনাথ নস্কর। নির্বাচন কমিশনে বিষয়টি জানান প্রতীক-উর। সব জেনেও প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন সিপিএম প্রার্থী। 


অভিযোগ...
বরানগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষ অভিযোগ করেন, 'ভুয়ো ভোটার। বাইরে থেকে ভোট দিতে এসেছে। আমি হাতেনাতে ধরেছি। যদি একে ছাড়া হয়, যারা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ করব।' কিইউআরটি তলবের দাবিও জানাতে শোনা যায় সজল ঘোষকে। পিকনিক গার্ডেনের ২৬৬ নম্বর বুথে কার্যত এক ছবি দেখা যায়, তবে এখানে ভুয়ো ভোটারের পিছনে তাড়া করতে দেখা যায় সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে।  কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর সাফাই, কাগজপত্র দেখা হয়নি। ওই ব্যক্তি ভিতরে ঢুকে এসেছিল। ডায়মন্ড হারবারে আবার শোনা যায়, সিপিএমের এজেন্টই ভুয়ো। সিপিএম প্রার্থী প্রতীক-উর রহমানের অভিযোগ ছিল, তাঁর এজেন্টকে মারধর করে তাঁর কাছ থেকে সই করা স্লিপ কেড়ে নেওয়া হয়।  সেই স্লিপ নিয়েই ২৭১ নম্বর বুথে সিপিএমের এজেন্ট সেজে বসে পড়েন আদতে স্থানীয় তৃণমূল নেতা। প্রতীক-উর বিষয়টি ধরেন বলে দাবি। এছাড়া ভোট শুরুর কয়েকঘণ্টার মধ্যেই বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার ভুয়ো ভোটার ধরতে যান বলেও খবর। সব মিলিয়ে দিনভর, নানা প্রান্ত থেকে এই ধরনের অভিযোগ শোনা গিয়েছে।


 


আরও পড়ুন:মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, ক্যানিংয়ে রক্তাক্ত ভোটার