কলকাতা:
আজ রাজ্যে সপ্তম দফার ভোট। ভোটগ্রহণ রাজ্যের ৯টি আসনে। সকাল ৯টা পর্যন্ত কোন আসনে কত শতাংশ ভোট পড়ল? একনজরে দেখে নেওয়া যাক।

আসন ভোটদানের হার (% নিরিখে)
দমদম ১১
বারাসাত ১৩
বসিরহাট ১৬
জয়নগর ১৩
মথুরাপুর ১৪
ডায়মন্ড হারবার ১৪
যাদবপুর ১০
কলকাতা দক্ষিণ ১০
কলকাতা উত্তর


কী কী ঘটল?
সপ্তম দফা ভোট শুরুর আগে থেকেই একাধিক অশান্তির অভিযোগ আসতে শুরু করে একাধিক এলাকা থেকে। সন্দেশখালিতে যেমন, ভোটের আগের রাতেই টহল দেওয়ার সময় পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে। বিজেপির অবশ্য পাল্টা দাবি, তৃণমূলের লোকজন পুলিশের ছদ্মবেশ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল। অভিযোগ অস্বীকার করে শাসকদল। ভোটের দিনও তেতে উঠেছে শেখ শাহজাহানের খাস এলাকা। এদিন, তৃণমূলের এজেন্ট ও কর্মীদের মার খাওয়ায় অভিযোগের আঙুল ওঠে বিজেপির দিকে। বসিরহাট লোকসভার সন্দেশখালির সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার ৩৩ ও ৩৫ নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। এক তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। ভোটের দিনে, ডায়মন্ড হারবারের সরিষায় সিপিএমের পোলিং এজেন্টের উপর হামলা চলেছে বলে অভিযোগ। এসবের মধ্যে নজর কাড়ে সিপিএমের বর্ষীয়ান রাজনীতিবিদ তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসার ঘটনা। বরানগরে ১৪ নম্বর ওয়ার্ডে ভোট দেখতে গিয়ে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত বাধে বরানগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের। ক্যামেরার ফুটেজে দেখা যায়, বচসার মাঝে হঠাতই কাউন্সিলরের গলায় হাত দিচ্ছেন তন্ময়। পাল্টা হাত তোলেন কাউন্সিলরও। সেখান থেকে হাতাহাতি চলতে থাকে। ভিডিও ফুটেজ সামনে আসতেই তুমুল আলোড়ন তৈর হয়। অন্য দিকে আবার, সোদপুরের মুড়াগাছায় সিপিএম এজেন্ট আক্রান্ত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে পৌঁছন দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। সব মিলিয়ে সপ্তম দফা ভোটেও অশান্তির আঁচ এড়াতে পারল না রাজ্য। সকালের দিকে আবার ভোটে বাধা দেওয়ার অভিযোগে ইভিএম, ভিভিপ্যাট ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটে কুলতলিতে। যদিও পরে নির্বাচন কমিশন জানায়, যে  ইভিএম, ভিভিপ্যাট পুকুরে ফেলা হয়েছে, সেগুলি সেক্টর অফিসারের গাড়িতে রাখে রিজার্ভ ইভিএম, ভিভিপ্যাট।

 

আরও পড়ুন:ভোট দিতে গেলে মিঠুনকে দেখে স্লোগান, বিজেপি-র তারকা নেতা বললেন, 'কাল থেকে শুধু...'