কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে অষ্টম তথা শেষ দফার ভোট চলছে। এই দফার ভোট শেষ হলেই ঠিক হয়ে যাবে, নবান্নের দখল এবার কাদের দখলে যাচ্ছে। ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস? নাকি বিজেপি প্রথমবার ক্ষমতা দখল করতে সক্ষম হবে? ভোট গণনা ২ মে। ওই দিন জানা যাবে ভোটের ফলাফল। তার আগে আজ এবিপি আনন্দে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। 
সন্ধে ৬ টা থেকে এবিপি আনন্দে দেখা যাবে  সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা। 
কাদের দখলে নবান্ন? দেশের নজর দোসরা মে-তে। বিধানসভার দৌড়ে এগিয়ে কে? কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা? কী ইঙ্গিত দিচ্ছে অন্যান্য EXIT POLL? বাংলার বিধান, সন্ধে ৬।
এই বুথ ফেরত সমীক্ষায় কারা আসতে চলছে, সে বিষয়ে একটা পূর্বাভাস পাওয়া যাবে। ভোটারদের মনোভাবের একটা  ইঙ্গিতও মিলবে সমীক্ষায়।
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনে ভোটগ্রহণ  আটটি দফা। তবে প্রার্থীদের মৃত্যু হওয়ায় দুটি আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। প্রথম দফায় ভোট গ্রহণ হয়েছিল ২৭ মার্চ। এরপর ১,৬,১০,১৭, ২২ ও ২৬ এপ্রিল ভোটগ্রহণ করা হয়। আজ তথা অষ্টম দফায় ভোটগ্রহণ। 


ভোটের প্রচারে ক্ষমতাসীন তৃণমূল ও বিজেপির বাকযুদ্ধ চরমে ওঠে। দুই শিবিরই সর্বশক্তি দিয়ে ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা করে। করোনা আবহ সত্ত্বেও প্রত্যেক দলই সভা-সমাবেশ ও রোড শো করেছে। সারা রাজ্য ঘুরে সভা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। হয়েছে বাড়ি বাড়ি প্রচারও। ভোটের আসরে লড়াইয়ে রয়েছে সংযুক্ত মোর্চা। বাম দলগুলি কংগ্রেস ও আইএসএফের সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়াই করেছে। শেষ দুই দফার প্রচারের ক্ষেত্রে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কিছুটা নিয়ন্ত্রণ জারি করা হয়েছিল। এখন সবাই তাকিয়ে ২ মে ভোট গণনার দিকে। 


বুথফেরত সমীক্ষার প্রতি মুহূর্তের  আপডেট জানতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ, এবিপি আনন্দ ইউটিউব ,এবিপি আনন্দ ফেসবুক, এবিপি আনন্দ ট্যুইটার  পেজে
https://bengali.abplive.com/live-tv/amp 


https://youtu.be/ZlqpRs06Qag



https://www.facebook.com/abpananda



https://twitter.com/abpanandatv



https://www.instagram.com/abpanandatv/?hl=en